‘চোখের বালি’র বিনোদিনী এবার রবি ঠাকুরের বৌঠান! কাদম্বরীর চরিত্রে পর্দায় ফিরছেন ঐশ্বর্য

২০০৩ সালে ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh) প্রসেনজিৎ চ্যাটার্জী, টোটা রায়চৌধুরী, রাইমা সেন এবং বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইদের (Aishwarya Rai) নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ (Chokher Bali) উপন্যাস অবলম্বনে বানিয়ে ফেলেছিলেন আস্ত একটি সিনেমা। টলিউডে রাই সুন্দরীর ডেবিউ হয়েছিল ‘বিনোদিনী’ রূপে। এবার ফের রবীন্দ্রনাথের নায়িকা হয়েই সিনেমায় ফিরছেন ঐশ্বর্য। এবার তিনি অভিনয় করবেন রবি ঠাকুরের নতুন বৌঠান ‘কাদম্বরী’র (Kadambari Devi) চরিত্রে।

বলতে গেলে সবে মাত্র অভিনয় জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। একের পর এক কাজের প্রস্তাব রয়েছে তার হাতে। বর্তমানে পরিচালক মনিরত্নমের আসন্ন সিনেমা ‘পন্নিয়িন সেলভান’ এর কাজ নিয়ে তিনি ব্যস্ত। ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন তিনি। এরই মধ্যে তার হাতে এসে গেল ইংরেজি ভাষার একটি ইন্দো-আমেরিকান ছবির প্রস্তাব, দ্য লেটার (The Letter)।

২০০৪ সালে ইংরেজি ভাষার ছবি ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ এ অভিনয় করে তিনি সাড়া ফেলেছিলেন। এবার ‘বিনোদিনী’র পর ‘কাদম্বিনী’ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষঙ্গ নিয়ে তিনি আবারও অভিনয় করবেন। জানালেন বাংলার ফিউশন গায়িকা তথা থিয়েটার লেখিকা ঈশিতা গঙ্গোপাধ্যায়। তার পরিচালনাতেই আসছে ‘দ্য লেটার’। রবীন্দ্রনাথ কেন্দ্রিক তিন নারীকে নিয়ে চিত্রনাট্য লিখছেন ঈশিতা।

রবীন্দ্রনাথের লেখা একটি চিঠি থেকে অনুপ্রাণিত হয়ে ঈশিতা একসময় ‘থ্রি উওমেন’ নামের একটি নাটক তৈরি করেছিলেন। এবার এই নাটকের কাহিনীকেই আন্তর্জাতিক সিনেমা স্তরে নিয়ে যেতে চান তিনি। তাই ছবির নাম বদলে তিনি রেখেছেন ‘দ্য লেটার’। ‘ঘরে-বাইর’ এর ‘বিমলা’ ‘নষ্টনীড়’ এর ‘চারুলতা’ এবং নতুন বৌঠান কাদম্বরী দেবীকে নিয়ে তৈরি হবে নতুন সিনেমা ‘দ্য লেটার’।

ঈশিতা জানিয়েছেন এই ছবির প্রস্তাবে রাজি হয়েছেন ঐশ্বর্য। কাদম্বরী দেবীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। তিনিই ঈশিতাকে প্রস্তাব দিয়েছেন এই ছবি যেন ইংরেজি ভাষাতে তৈরি করা হয়। এতে বৃহত্তর দর্শকের জন্য তৈরি হবে সিনেমাটি। ঐশ্বর্যের পরামর্শ মেনেই ইংরেজি ভাষাতে ছবি বানাচ্ছেন ঈশিতা। শীঘ্রই শুরু হবে শুটিং।