বলিউডে পা রেখেছিলেন ২০০৯ সালে। ছবির নাম ছিল “বীর’। সালমান খানের (Salman Khan) অভিনেত্রী হিসেবে বলিউডে এলেও অভিনেত্রী হিসেবে বিশেষ দাগ কাটতে পারেননি জারিন খান (Zareen Khan)। প্রথম ছবিও মুখ থুবরে পড়ে বক্স অফিসে।
পরবর্তীকালে “রেডি” এবং “হাউসফুল টু” তে তাকে দেখা গেলেও বিশেষ জনপ্রিয়তা পাননি তিনি।যদিও তার কাছে সুযোগ এসেছিল অনেক। এর পরেও ‘হেট স্টোরি থ্রি’, ‘অকসর টু’, ‘১৯২১’-সহ বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু তাতেও কাঙ্খিত সাফল্য পাননি জারিন খান।
এই সম্পর্কে অভিনেত্রীকে প্রশ্ন জিজ্ঞেস করা হলে তিনি জানান,বলিউডে তার ব্যর্থতার জন্য দায়ী মূলত ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। না,সরাসরি ভাবে তার কোন দোষ নেই কিন্তু জারিনের বলিউডের প্রথম দিন থেকে তার সাথে তুলনা করা হয়েছে টিনসেল টাউনের প্রথম সারির নায়িকা ক্যাটরিনা কাইফের।
শুধুমাত্র মুখের অবয়বের নয়, পাশাপাশি চেহারার দিক থেকেও ক্যাটরিনার সাথে জারিনের মিল পেয়েছেন অনেকেই।ফলত, পদে পদে তার তুলনা হয়েছে ক্যাটরিনার সাথে। ক্যাটরিনা এবং জারিন দুজনেরই বলিউডে অভিষেক ঘটে সালমান খানের হাত ধরে। সেই সূত্রে তুলনা আরও বাড়তে থাকে।
জারিন জানান, যেহেতু ক্যাটরিনা ইতিমধ্যেই বলিউডের প্রথম সারিতে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন, সেহেতু তার মতো দেখতে কোনও নায়িকাকে না দর্শকেরা দেখতে চেয়েছেন,না পরিচালক প্রযোজকরা সুযোগ দিতে চেয়েছেন। প্রথম দিকে যদিও অনেকেই ভেবেছিলেন ক্যাটরিনার জায়গা নিয়ে নেবেন জারিন,তবে পরবর্তীকালে তা মোটেই হয়নি।
হিন্দি ছবিতে সুযোগ কমতে থাকে জারিনের। ফলে টেলিভিশন এবং মিউজিক ভিডিওতে কাজ করতে শুরু করেন তিনি। পাশাপাশি তামিল-তেলেগু এবং পাঞ্জাবি ছবিতেও কাজ করেছেন জারিন খান। তার শেষ অভিনীত হিন্দি ছবি মুক্তি পায় ২০১৮ সালে ‘১৯২১’। তবে এই ছবি থেকে জনপ্রিয়তা পাননি তিনি। জারিনের মতে, ক্যাটরিনার সাথে ক্রমাগত তুলনাই তার প্রতিভাকে ব্যর্থ করেছে।