মদের দোকান খোলা নিয়ে দ্বিতীয় দফার লকডাউনে বড় ঘোষণা

লকডাউন শুরু হওয়ার পর থেকেই সূরা প্রেমী মানুষদের মধ্যে বিচলতা শুরু হয়েছে। লকডাউন চলাকালীন কোথাও বিক্রি হচ্ছে না মদ। আর এই মদ নিয়ে দিন কয়েক ধরেই নানান প্রশ্ন ঘোরাফেরা করছে। কেরল, পাঞ্জাব ইত্যাদি রাজ্যের মতো অন্যান্য রাজ্যের সূরা প্রেমী মানুষরাও মদের হোম ডেলিভারির দাবি করছিলেন। কিন্তু সেই দাবিতে জল ঢেলে দিলো কেন্দ্র সরকার। লকডাউন চলাকালীন মদ বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্র সরকার।

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার পর বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে নাগরিকদের জন্য। যে নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, লকডাউন চলাকালীন মদ বিক্রি পুরোপুরি বন্ধ রাখতে হবে। আর এই নির্দেশিকা জারি হয়েছে বিপর্যয় মোকাবিলা আইন (২০০৫)-এর আওতায়। সুতরাং এই নির্দেশিকা বলবৎ করতে বাধ্য দেশের প্রতিটি রাজ্য।

আরও পড়ুন :- দ্বিতীয় দফার লকডাউনে কোন কোন পরিষেবা চালু থাকবে, দেখে নিন

শুধু মদের ক্ষেত্রেই নয়, পাশাপাশি এদিনের নির্দেশিকা আরও বলা হয়েছে, গুটখা ইত্যাদির মতো তামাকজাতীয় দ্রব্য বিক্রিও সম্পূর্ণ বন্ধ করতে হবে। এগুলি বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি রাজ্যের রাজ্য সরকারকে এগুলি দিকে নজর রাখতে হবে। পাশাপাশি আরও বলা হয়েছে প্রকাশ্য জায়গায় থুতু ফেলা যাবে না। যদি কোন ব্যক্তি নির্দেশিকা অমান্য করে প্রকাশ্য জায়গায় থুতু ফেলেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, করা হবে আর্থিক জরিমানা।

আরও পড়ুন :- নতুন লকডাউনে কীসে ছাড়, বাধ্যতামূলক কি, প্রকাশ্যে নয়া নির্দেশিকা

দিন কয়েক আগেই আসাম ও মেঘালয় মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। যার পরে দেখা যায় বিজেপি শাসিত আসামে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মদ বিক্রির জন্য ছাড় দিতেই মদের দোকানে বিশাল লাইন পড়ে। গ্রাহকরা কেউ সামাজিক দূরত্ব না মেনেই তড়িঘড়ি মদ কিনতে ব্যস্ত হয়ে পড়েন। আর এসবের পর কোন রকম বিভ্রান্তি না রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে মদ সংক্রান্ত এই নয়া ঘোষণা করা হলো।