Bollywood Actress Tabu`s Live In Partner : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা আজীবন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাই বলে এমন নয় যে তাদের জীবনে প্রেম আসেনি। কেউ কেউ আছেন যারা একাধিকবার প্রেমে পড়েছেন, কিন্তু কোনও সম্পর্ককেই বিয়ের পিঁড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেননি। বলিউড ইন্ডাস্ট্রির এমনই একজন তারকা হলেন টাবু (Tabu)।
বলিউডের এই সুন্দরী অভিনেত্রীর জীবনে একাধিকবার প্রেম এসেছে। এমনকি এক তারকা প্রেমিকের সঙ্গে তিনি আবার ১০ বছর লিভ ইন সম্পর্কেও ছিলেন। তারপরেও ভেঙে যায় তাদের সম্পর্ক। বলিউড সুন্দরী টাবু কাকে ভালবেসে আজীবন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন জানেন? নামটা জানলে আপনি চমকে যাবেন।
বলিউড তারকাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠা আবার ভেঙে যাওয়া, দুটোই চলে। টাবুকে নিয়ে কখনও সঞ্জয় কাপুর (Sanjay Kapoor), কখনও অজয় দেবগন (Ajay Devgan) -র নাম জড়িয়েছে। তবুও ৫১ বছর বয়সী এই অভিনেত্রী আজও অবিবাহিতা রয়ে গেলেন। যদিও একটাও প্রেম না টিকতে দেওয়ার জন্য অজয় দেবগনকেই দায়ী করেন টাবু। একবার একটি সাক্ষাৎকারে তিনি বলেন অজয়ের জন্যই নাকি তার বিয়ে হল না।
আসলে অভিনেত্রীর ভাই সমীর আর্য এবং অজয় দুজনেই ছিলেন ছোটবেলার বন্ধু। সেই সূত্রে অজয় এবং টাবুরও দারুণ বন্ধুত্ব রয়েছে। যখনই টাবুর জীবনে কোনও পুরুষের আগমন হয়েছে, দুই বন্ধু মিলে সেই ব্যক্তিকে টাবুর জীবন থেকে তাড়িয়ে ছেড়েছেন। তারা নাকি সেই ব্যক্তিকে এমন মারধর করে আসতেন যে কেউ আর এই বলিউড সুন্দরীর কাছে ঘেঁষার সাহস দেখাত না।
যদিও টাবুর প্রেমিকদের মধ্যে বহুল চর্চিত নামটি ছিল দক্ষিণী সুপারস্টার আকিনেনি নাগার্জুন (Akkineni Nagarjuna)। তারা একসঙ্গে ১০ বছর লিভ ইন সম্পর্কে ছিলেন। কিন্তু নাগার্জুন ছিলেন বিবাহিত। বিবাহিত নায়কের থেকে তাই শুধু ভালবাসা ছাড়া স্ত্রীর মর্যাদা পাননি টাবু। একটা সময় পর ভেঙ্গে যায় তাদের সেই সম্পর্ক।
আরও পড়ুন : প্রেমে আঘাত, অসুখী দাম্পত্যে নষ্ট কেরিয়ার, কোথায় হারিয়ে গেলেন তাব্বুর সেলিব্রেটি দিদি ফারা নাজ
নাগার্জুন এবং টাবুর সম্পর্ক ভেঙেছে বেশ কয়েক বছর আগে। অভিনেত্রী নিজেই এই বিবাহিত দক্ষিণী তারকার জীবন থেকে বেরিয়ে আসেন। কিন্তু নাগার্জুনের প্রতি তার ভালবাসা আজও রয়ে গিয়েছে। তিনি আর তাই নতুন করে কাউকে বিয়ের ব্যাপারে আগ্রহ দেখাননি। ভালবাসায় এমন আঘাত পেয়ে আজীবন অবিবাহিত থাকারই সিদ্ধান্ত নেন টাবু।
আরও পড়ুন : ৫০ পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন এই সেলিব্রেটিরা, রয়েছেন এক বাঙালিও