মা লক্ষ্মীর বাহন পেঁচা কেন? বাড়িতে মা লক্ষ্মীর কিরকম ছবি রাখা উচিত?

যেসব বাড়িতে সদায় ঝগড়া, কলহ এবং বাড়ির সদস্যদের মধ্যে পারস্পারিক মতবিরোধ লেগে থাকে সেসব বাড়িতে লক্ষ্মী অধিষ্ঠান করেন না। অর্থাৎ বাড়ি থেকে অলক্ষী তাড়াতে হলে আপনার বাড়ির সকল সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব থাকতে হবে এবং বাড়ির মধ্যে অশান্তি কলহ এবং ঝগড়াঝাটি যেন না হয় সেদিকে নজর রাখতে হবে।

সৎ পথে অর্থ উপার্জন এবং সঠিক কর্ম করলে বাড়ি থেকে অলক্ষী বিতাড়িত হয় অর্থাৎ আপনি যদি অসৎ উপায়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন তাহলে জানবেন যদিও আপনার বাড়িতে লক্ষ্মী অধিষ্ঠান করছে কিন্তু সেই লক্ষ্মী অল্প সময়ে আপনার বাড়িতে অধিষ্ঠান করবে অর্থাৎ বিপদের সময় আপনি সেই লক্ষ্মীলাভ করতে পারবেন না তাই সৎ পথে অর্থ উপার্জন করুন তবে বাড়িতে মা লক্ষ্মী অধিষ্ঠান করবেন।

নারী জাতির সম্মান করলে বাড়িতে লক্ষ্মী অবস্থান করেন অর্থাৎ নারী জাতি রূপে পূজিত মা, স্ত্রী,  কন্যা সন্তান, বোন বা  সকল নারী জাতিকে তাদের সকল উপযুক্ত সম্মান প্রদর্শন করলে বাড়িতে মা’র লক্ষ্যে অধিষ্ঠান করবেন।

   

বাড়িতে মা লক্ষ্মীর কিরকম ছবি রাখা উচিত?

মা লক্ষ্মীর বাহন রূপে পেঁচা যে সমস্ত ছবিতে আছে, সেই সমস্ত ছবি অবশ্যই রাখবেন। তবে পেঁচা যেন দেবী লক্ষ্মীর ঊর্ধ্বে অবস্থান না করে। দেবী লক্ষ্মীর পদপৃষ্ঠ সন্মুখে যেসব ক্ষেত্রে পেঁচার ছবি পাওয়া যায়, সেসব দেবী লক্ষ্মীর ছবি বাড়িতে রাখা উচিত।

পেঁচার উপর অধিষ্ঠাত্রী অবস্থায় থাকা লক্ষ্মীর ছবি বাড়িতে রাখবেন না। অর্থাৎ যেসব ছবিতে দেবী লক্ষ্মী পেঁচা উপর বসে আছে সেসব ছবি বাড়িতে রাখবেন না তাতে বাড়িতে দৈন্যদশা বাড়বে।

মা লক্ষ্মীর বাহন পেঁচা কেন?

পেঁচা হল নিশাচর প্রাণী। দেবী লক্ষ্মী পেঁচাকে তার বাহনরূপে রেখেছেন কারণ পেঁচা শুধুমাত্র আপন কর্ম নিয়ে থাকেন তার সাথে অন্যান্য প্রাণীদের বা অন্য কারো সেইরূপ ভালোবাসার সম্পর্ক দেখা যায় না। তেমনই দেবী লক্ষ্মী সকল মানুষকে বোঝাতে চেয়েছেন আপন কর্মে নিয়োজিত থাকলে জীবনে সফলতা লাভ করা যায়।

যদিও অনেকের মতে প্যাঁচার সাথে দেবী লক্ষ্মী সকল ধর্মের বৈসাদৃশ্য রূপ দেখা যায়। দেবী লক্ষী রূপে অতুলনীয়া হলেও তার বাহন পেঁচা যেমন কুৎসিত তেমনি তার দিবা কালে দর্শন পাওয়া যায় না অর্থাৎ পেঁচাকে বাহনরূপে রাখার মাধ্যমে দেবী লক্ষ্মী বোঝাতে চেয়েছেন তার আরাধনা যারা করবে তিনি তাদের সকল কুৎসিত মানসিক অবস্থাকে নিজের কাছে বন্দী করে নেবেন এবং তাদের মধ্য থেকে খারাপ দিক দূর করে ভালো দিক তুলে ধরবেন।

এছাড়াও পেঁচাকে দেবী বাহনরূপে রাখার মাধ্যমে দেবী বোঝাতে চেয়েছেন অন্ধকারকে তিনি আপন শক্তির মাধ্যমে বন্দি করে রেখেছেন। অর্থাৎ সকল প্রকার অন্ধকারের কালিমা দূর করতে হলে দেবীকে আরাধনা করতে হবে ভক্তিভরে।