শিবলিঙ্গে দুধ ঢালার বৈজ্ঞানিক, আধ্যাত্মিক ও পৌরাণিক কারণ

শিবরাত্রির দিন অনেকেই‌ দুধ দিয়ে শিবলিঙ্গের অর্চনা করে থাকেন। বলা হয় যে দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে (pouring milk on shivling) তা অতীব ফলপ্রসূ হয়। বলা হয় মেয়েরা শিব পুজো করলে শিবের মতো বর পাওয়া যায়। তাই শিবলিঙ্গে দুধ ঢেলে পুজো করার রীতি রয়েছে আমাদের দেশে।

কিন্তু কখনো ভেবেছেন কি শিবলিঙ্গে দুধ ঢালা হয় কেন (why pour milk on shiva lingam)? আজকের প্রতিবেদনে জেনে নিন শিবলিঙ্গে দুধ ঢালার পৌরাণিক, আধ্যাত্মিক ও  বৈজ্ঞানিক কারণ (reason behind pouring milk on shivling)

   

শিবলিঙ্গে দুধ ঢালার আধ্যাত্মিক কারণ

যেকোনো শিবলিঙ্গ মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয় যাতে ভক্তরা সেই পবিত্র আবহে  নিজেদের শুদ্ধ করতে পারে সেই কারণে দুধ ঢালা হয় (reason for pouring milk on shivling)। এমনটা বলা হয় যে শিবলিঙ্গ চারপাশের থাকা নেগেটিভ এনার্জি শোষণ করে, চারপাশকে বিশোধন করে।তাই এই প্রক্রিয়ায় শিবলিঙ্গ উত্তপ্ত হয়ে ওঠে  ও তেজশক্তির বিকরন করে। দুধ ও ডাবের জল ঢালার ফলে উষ্ণতা প্রশমন করা হয়। শিবলিঙ্গে এইভাবে দুধ ঢালা হয়, তা বেশ কিছুটা অংশ চরণামৃত হয়ে প্রসাদ বিতরণের কাজে লাগে।

শিবলিঙ্গে দুধ ঢালার বৈজ্ঞানিক কারণ

শিবলিঙ্গে দুধ ঢালার পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ ও বিদ্যমান (scientific reason behind pouring milk on shivling)। ধ্বংসের দেবতারূপে মহাদেব যে গরলকে পান করেছেন তা বিষাক্ত দুধ হিসেবে গণ্য হয়ে থাকে। প্রাচীন মানুষের ও এটি বিশ্বাস ছিল যে বর্ষাকালে দুধের মধ্যে বিষক্রিয়া থাকে সেজন্য বর্ষাকালে তারা গরুর দুধ ও পান করত না।

বর্ষাকালে দুগ্ধজাত সামগ্রী গ্রহণ করলে বাত হওয়ার সম্ভাবনা থাকে এবং রোগের কবলে পড়ার ঝুঁকি থাকে, তাই শিবলিঙ্গে দুধ ঢালার রীতি। বর্ষাকালে গৃহপালিত পশুগুলো ঘাসের সাথে নানারকম জীবাণু ও খেয়ে ফেলে। এই ব্যাকটেরিয়াও জীবাণুগুলো দুধের মধ্যেও সংক্রমিত হয়। এর ফলে গরুর দুধ দূষিত হয়ে পড়ে এই দূষণের হাত থেকে মুক্তি পেতে শিবলিঙ্গে দুধ অর্পণ করে ভক্তি কামনা করা হয়।

শিবলিঙ্গে দুধ ঢালার পৌরাণিক কারণ

সমুদ্রমন্থনের সময় সমগ্র বিশ্বকে রক্ষা করতে মহাদেব গরল গ্রহণ করেছিলেন। তাই তিনি নীলকন্ঠ রূপে খ্যাত হন। এই গরল গ্রহণের পর তার শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তখন দেবাদিদেব কে এই কুপ্রভাবের হাত থেকে রক্ষা করার জন্য তারা দেবী প্রকট হল এবং তিনি শিবের জ্বালা প্রশমন করতে তাকে স্তন্যপান করান। এই কারণেই শিবলিঙ্গে দুধ ঢালার রীতি রয়েছে।

এছাড়া অন্য একটি মত অনুযায়ী, এইসময়  দেবতারা  গঙ্গার জল দিয়ে শিবের অভিষেক করেন যার ফলে শিব অতি সন্তুষ্ট হন, এইসময় সাপেরাও এগিয়ে এসেছিল বিষের অংশ পান করে নিজেদের দাঁতে ধারণ করতে। তাই  শিবরাত্রিতে ডাবের জল বা দুধ ঢেলে শিবের অভিষেক করে তাঁর প্রতি ভক্তিকেই প্রকাশ করা হয়।