কাদের কোভ্যাক্সিন টিকা নেওয়া বিপদজনক হতে পারে, দেখে নিন তালিকা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে করোনা ভাইরাসের প্রতিষেধক নিয়ে একটি আশার আলো দেখা যাচ্ছে। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন (CoVaccine) কে টিকাকরণের কাজে ব্যবহার করা হচ্ছে। করোনা প্রতিষেধক রূপে এই ভ্যাকসিন দেওয়ার পর দেশের বিভিন্ন জায়গা থেকে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়ার খবর প্রকাশ পেতে থাকে।

বিভিন্ন জায়গায়  করোনা প্রতিষেধক রূপে যেসকল মানুষ এই কোভ্যাক্সিন (CoVaccine) নিয়েছেন তাদের মধ্যে কিছু কিছু টিকা প্রাপকদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। যার ফলে ভারত বায়োটেক এইবার প্রতিষেধক নেওয়ার ক্ষেত্রে সর্তকতা জারি করল। ভারত বায়োটেক জানিয়ে দিয়েছেন যে-কাদের কাদের এই প্রতিষেধক এড়িয়ে চলা উচিত। এই সংক্রান্ত একটি তথ্য পত্র গত সোমবার প্রকাশ করেছে ভারত বায়োটেক।

কাদের কোভ্যাকসিন টিকা নেওয়া উকিত নয়?

তথ্যপত্র অনুযায়ী, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা এমন কোন ওষুধ খাচ্ছেন যার প্রভাব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর পড়ছে। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে সেই সকল মানুষের কো ভ্যাকসিন এড়িয়ে চলা উচিত। গর্ভবতী মহিলা যারা শিশুদের স্তন্যপান করান  তাদের ও এই ভ্যাকসিন এড়িয়ে চলার কথা বলা হয়েছে।

এছাড়া জ্বর হলে রক্তপাতের সমস্যা থাকলে অথবা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখার ওষুধ খেলে অন্য কোনো গুরুতর শারীরিক সমস্যা থাকলে কোভ্যাকসিন নেওয়া  নিরাপদ নাও হতে পারে বলে ভারত বায়োটেক এর পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া কেউ যদি আগে থেকে করোনার প্রতিষেধক নিয়ে থাকেন তাহলে তার আর কো ভ্যাকসিন নেওয়া উচিত নয়।

কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে?

যাদের অ্যালার্জি রয়েছে তারা কো-ভ্যাকসিন নিলে তাদের শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে বলে সর্তকতা জারি করা হয়েছে ভারত বায়োটেক এর পক্ষ থেকে। এছাড়া টিকা প্রাপকদের মুখ গলা ফুলে যাওয়া র পাশাপাশি শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা, গায়ে ফুসকুড়ি বেড়ানো ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া ও দেখা যেতে পারে।এছাড়া সারা শরীরে অসম্ভব যন্ত্রণা, চুলকানি, মাথাব্যথা, জ্বর, বমি বমি ভাব অঙ্গ-প্রত্যঙ্গ ফুলে যাওয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া ও দেখা যেতে পারে।

আরও পড়ুন : করোনার টিকা নেওয়ার জন্য Aadhaar কার্ড আপডেট করার পদ্ধতি

এছাড়া সংস্থার তরফ থেকে সাধারণ মানুষদের আর্জি করা হয়েছে যে প্রতিষেধক নেওয়ার পর তাদের শরীরে কী  কী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং তারা কী কী ওষুধ খাচ্ছেন ও তাদের শরীরে কী কী এলার্জি রয়েছে তা সংস্থাকে জানাবার জন্য।

আরও পড়ুন : করোনার টিকা নিতে পারবে না কারা কারা, দেখে নিন তালিকা

প্রতিষেধক এর দ্বিতীয় ডোজ দেওয়ার পর টিকাপ্রাপকদের শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা তা দেখার জন্য টিকা প্রাপকদের টানা তিন মাস করা পর্যবেক্ষণে রাখতে হবে। তবে প্রতিষেধক নেওয়ার পর কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে সেই টিকা প্রাপকের চিকিৎসার পুরো দায়িত্ব নেবে সংস্থা। এমনকি সেরকম প্রয়োজন  বুঝলে তারা ক্ষতিপূরণ ও দেবে বলে জানিয়েছে।