চাকরির বিভিন্ন পরীক্ষাতে সাধারণ জ্ঞান (General Knowledge), কারেন্ট আফেয়ার্সের পাশাপাশি বোধমূলক প্রশ্ন থাকে। সেই সঙ্গে ভাল করে জানতে হয় নিজের জেলাটাকেও। নিজে যেখানে থাকেন তার আশপাশের এলাকার কী কী বিশেষত্ব রয়েছে সেই সম্পর্কে খুব ভাল করে জ্ঞান থাকতে হয় কারণ এই নিয়ে বহু প্রশ্ন হয়। আজকের এই প্রতিবেদনে রইল তেমনই কিছু প্রশ্ন এবং তার উত্তর।
১. ভারতের সবথেকে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি? উত্তর : বারাণসী থেকে কন্যাকুমারী যাওয়ার রাস্তা। ২. প্রশান্ত মহাসাগরের সুনামি সর্তকতা কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর : হনলুলুতে রয়েছে প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র। ৩. শীতকালে ত্বক ফেটে যাওয়ার সমস্যা হয় কেন? উত্তর : শীতকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে।
৪. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দের অর্থ কী? উত্তর : পলিভিনাইল ক্লোরাইড। ৫. সোলার সিস্টেম কে আবিষ্কার করেছেন? উত্তর : বিজ্ঞানী কোপার্নিকাস। ৬. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী? উত্তর : প্রতিভা পাটিল। তিনি ২০০৭ সালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। ৭. কনিষ্কের রাজধানী কোথায় ছিল? উত্তর : অখন্ড ভারতের পেশোয়ার।
৮. কত খ্রিস্টাব্দে পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করা হয়? উত্তর : ১৬৩২ খ্রিস্টাব্দে পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়ন করা হয়েছিল। ৯. রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারী কে? উত্তর : রাজ্যপাল। ১০. বাংলা ভাষায় প্রথম রামায়ণ কে রচনা করেছিলেন? উত্তর : কবি কৃত্তিবাস ওঝা বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করেন।
আরও পড়ুন : এই বাংলাতেই রয়েছে থর মরুভূমির থেকেও বেশি উষ্ণতম স্থান, জায়গার নামটা জানেন?
১১. পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব কে হয়েছিলেন? উত্তর : মীরজাফর। ১২. ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজির কত সালে হয়েছিল? উত্তর : ১৯৭০ সালে। ১৩. ভারতীয় সভ্যতা কত বছরের প্রাচীন? উত্তর : ৮৫০০ বছর। ১৪. বাংলার অক্সফোর্ড কোন জেলাকে বলা হয়? উত্তর : নদীয়া। মহাপ্রভু চৈতন্যদেবের সময়ে নবদ্বীপ জ্ঞান ও প্রজ্ঞার ধাম হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন : মেয়েদের শরীরের কোন অঙ্গ সব সময় গরম থাকে? জানলে চমকে যাবেন