ভারতীয় বিজ্ঞাপনে (In Indian advertising) অভিনয় করে রাতারাতি সারা দেশে জনপ্রিয়তা অর্জন করেছেন বহু মানুষ। বিজ্ঞাপন থেকে জনপ্রিয়তা অর্জন করা এই তারকাদের অনেকেই বলিউডে কেরিয়ার তৈরি করেছেন। এমন একজন জনপ্রিয় অভিনেত্রীকে আমরা দেখতে পেতাম ভারতীয় টেলিকম সংস্থা ‘এয়ারটেল’-এর (Airtel) বিজ্ঞাপনে।
জনপ্রিয় এই অভিনেত্রী হলেন সাশা ছেত্রী (Sasha chettri )। ২০১৫ সালে যখন ভারতে ধীরে ধীরে ফোর জি ইন্টারনেট কানেকশন ছড়িয়ে পড়ছে দেশে তখন ‘এয়ারটেল’-এর ফোর জি কানেকশনের বিজ্ঞাপন প্রায় দেখা যেত টেলিভিশনের পর্দায়। আর এই বিজ্ঞাপনেই দেখা মিলত সুন্দরী অভিনেত্রী সাশা ছেত্রীর। এই বিজ্ঞাপনে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি।
সেই সময় তিনি ভারতীয়দের কাছে ‘ফোর জি গার্ল’ নামেও পরিচিত ছিলেন। এমনকি বেশ কিছু সিনেমাতেও দেখা গিয়েছিল তাকে। কিন্তু সবার প্রশ্ন তিনি এখন কোথায়? আসলে সাশা দেরাদুনের বাসিন্দা, মুম্বাইতে এসেছিলেন কাজের সূত্রে।
মুম্বাইতে বিজ্ঞাপন নিয়ে পড়াশোনা করতেই এসেছিলেন। একটি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইট ট্রেনি হিসেবে কাজ করেছিলেন তিনি। সেখান থেকেই তিনি ‘এয়াটেল’-এর বিজ্ঞাপনে অভিনয় করার সুযোগ পান। প্রথমে তিনি নিজেও বিশ্বাস করতে পারেননি।
‘এয়ারটেল’-এর এই বিজ্ঞাপনে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। এমনকি বেশ কিছু ছবিতেও দেখা গিয়েছিল তাকে। ২০১৫ সালে প্রথমবার বলিউডের ‘কট্টি-বাট্টি’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এছাড়াও বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
তবে ছবিতে অভিনয়ের পাশাপাশি ‘এয়ারটেল’-এর সব বিজ্ঞাপনেই দেখা যেত তাকে। তবে সিনেমার দুনিয়ায় তাকে শেষবার দেখা গিয়েছিল ২০২২ সালে। দক্ষিণী অভিনেতা প্রভাস অভিনীত ‘রাধে শ্যাম’ ছবিতে শেষ বার দেখা গিয়েছিল। তারপর আর অভিনয় করতে দেখা যায়নি তাকে। এখন ‘এয়ারটেল’-এর বিজ্ঞাপনেও দেখা যায়না সাশাকে।