চাকরি (job) পাওয়া সবার জন্য খুব জরুরী। তাই কম বয়স থেকেই চাকরির প্রস্তুতি নেয়া শুরু হয় যায়। বিশেষ করে আমাদের দেশে চাকরির প্রার্থীদের সংখ্যা অনেকটাই বেশি। এই কারণে চাকরি পাওয়াটা আরো মুশকিলের। এই জন্য চাকরি পেতে আরো বেশি পরিশ্রম করতে হয়। তবে চাকরি পাওয়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হল ইন্টারভিউ (interview)।
চাকরির পরীক্ষায় পাশ করার পরেও ইন্টারভিউতে অনেকে পাস করতে পারেন। তবে এক্ষেত্রে ইউপিএসসি (UPSC) পরীক্ষার ইন্টারভিউ সব থেকে বেশি কঠিন বলে বহু মানুষের ধারণা। ইউপিএসসি’র লেখা পরীক্ষায় পাশ করে যাওয়ার পরেও অনেকে ইন্টারভিউতে পাস করতে পারেন না। এই ইন্টারভিউতে পাস করার জন্য জ্ঞানের পাশাপাশি বুদ্ধির প্রয়োজন রয়েছে।
খুব সহজ প্রশ্ন ঘুরিয়ে করা হয় এই ইন্টারভিউতে। যে কারণে সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারে না। প্রার্থীর বুদ্ধি এবং জ্ঞানের পরীক্ষা নেওয়ার জন্যই এভাবে প্রশ্ন করা হয়। এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্ন উত্তর দেয়া হল যেগুলি প্রথমে দেখে কঠিন মনে হতে পারে। কিন্তু আসলে এগুলি খুবই সহজ প্রশ্ন। তবে উত্তর দিতে হবে মাথা খাটিয়ে।
প্রশ্ন : একজন মানুষ ১০ দিন না ঘুমিয়ে কীভাবে বেঁচে থাকতে পারবে? উত্তর : রাতে ঘুমিয়ে বেঁচে থাকবে। প্রশ্ন : মানুষ মৃত্যুর পরেও কোন কাজটি করতে পারে? উত্তর : অঙ্গদান। প্রশ্ন : জেমস বন্ডকে প্যারাস্যুট ছাড়াই বিমান থেকে ফেলে দেওয়া হয়। কিন্তু তাও তিনি বেঁচে যান কিভাবে? উত্তর : আসলে বিমানটি রানওয়েতে ছিল। প্রশ্ন : সেই জিনিসটি কী যেটা মহিলারা দেখাতে চায় এবং একজন পুরুষ লুকিয়ে রাখে? উত্তর : পার্স।
প্রশ্ন : কী এমন জিনিস রয়েছে যা ঘুমানোর সাথে সাথে পড়ে যায় এবং ঘুম থেকে উঠলে আবার উঠে যায় ?উত্তর : চোখের পাতা। প্রশ্ন: বুধবার, শুক্রবার বা রবিবার ব্যবহার না করে পরপর তিন দিন কীভাবে বলা যায়? উত্তর: গতকাল, আজ এবং আগামীকাল।
আরও পড়ুন : নিয়ম করে মলত্যাগ করলেই মিলবে কোটি টাকা বেতন, ভাইরাল চাকরির অদ্ভুত বিজ্ঞাপন
প্রশ্ন : কোন জিনিস হসপিটালে বাইরে ফ্রীতে পাওয়া যায়, কিন্তু হাসপাতালে টাকা দিয়ে কিনতে হয়? উত্তর : অক্সিজেন। প্রশ্ন : কেন আমরা সবাই জল পান করি? উত্তর : কারণ আমরা জল খেতে পারি না। প্রশ্ন : এমন কোন জিনিস ছেলেদের লম্বা ও মেয়েদের গোল হয়? উত্তর : তিলক। প্রশ্ন : কোন জিনিসটি মাসে একবার আসে এবং ২৪ ঘন্টা পূর্ণ হলে চলে যায়, এই জিনিসটিকে কী বলে? উত্তর : তারিখ।
আরও পড়ুন : মেয়েদের শরীরের কোন অঙ্গ দিনে ছোট থাকে, কিন্তু রাত হলেই বড় হয়ে যায়?