মেয়েদের কোন জিনিস প্রতি রাতে বেড়ে যায়? জানলে চমকে যাবেন

মেয়েদের কী এমন জিনিস যা প্রতি রাতে বেড়ে যায়

চাকরির জন্য অনেক কম বয়স থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে হয় আমাদের। বিভিন্ন ধরনের বই থেকে শুরু করে নানা বিষয় নিয়ে পড়াশোনা করা শুরু করে দেন বহু মানুষ। শুধুমাত্র মাত্র চাকরির পরীক্ষা দেওয়ার জন্য এই সব কিছু করতে হয়। যদিও চাকরির সবচেয়ে কঠিন পরীক্ষা হল ইন্টারভিউ (Interview)। কারণ ইন্টারভিউতেই সবচেয়ে কঠিন প্রশ্ন করা হয় প্রার্থীর বুদ্ধি যাচাই করার জন্য। জেনে নিন কী কী প্রশ্ন করা হয় ইন্টারভিউতে?

প্র: ভারতের সবচেয়ে পাট উৎপাদন করে কোন রাজ্য? উ : পশ্চিমবঙ্গ রাজ্যে। প্র: আমের বিজ্ঞানসম্মত নাম কি? উ : ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। প্র: মহারাষ্ট্রে মারাঠা সাম্রাজ্য কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? উ : ছত্রপতি শিবাজী। প্র: যুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ ভারতীয় পুরস্কার কি দেওয়া হয়? উ: পরম বীর চক্র।

PARAM VEER CHAKRA

প্র: ভারতের রাজ্যে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কবে হয়েছিল? উ : ১৯৮১ সালে বিহারে এই ঘটনা ঘটেছিল। প্রাণ গিয়েছিল প্রায় ৮০০ জন মানুষের। প্র: কোন পাখি দ্রুত উড়তে পারে কিন্তু পায়ে হাঁটতে পারে না? উ: বাদুড়। প্র: প্রাচীনতম ভাষার‌ নাম কী? উত্তর : প্রাচীনতম ভাষা হল সংস্কৃত।

প্র: ভারতের কোথায় সব থেকে বেশি জাফরান উৎপন্ন হয়? উ : ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে সব থেকে বেশি জাফরান উৎপন্ন হয়। প্র: এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কে? উ : লোহিত সাগর আফ্রিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশকে বিচ্ছিন্ন করেছে।

ASIA

প্র: ক্ষুদ্র পৃথিবী নামে পরিচিত কোন মহাদেশ? উ : ক্ষুদ্র পৃথিবী নামে পরিচিত এশিয়া মহাদেশ। প্র: সিন্ধুনদ কোন সাগরের সাথে মিলিত হয়েছে? উ : সিন্ধুনদ আরব সাগরের সঙ্গে মিলিত হয়েছে। প্র: মন্থকূপ নদীর কোন গতিতে দেখা যায়? উ : নদীর পার্বত্য গতিতে। প্র: তোর প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি? উ : হিমাচল প্রদেশ।

SADDLE PEAK NATIONAL PARK

আরও পড়ুন : IAS ইন্টারভিউ প্রশ্ন : কোন জিনিস ভিজলে ১ কেজি, শুকালে ২ কেজি, আর পোড়ালে ৩ কেজি হয়?

প্র‌ : আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উ : স্যাডলপিক। প্র: কি এমন জিনিস রয়েছে যা প্রতি রাতে মেয়েদের বেড়ে যায়? উ : বয়স। আসলে মাঝরাতে যেমন তারিখ বা দিন পরিবর্তন হয় ঠিক একই ভাবে প্রতিটি মানুষের বয়সও বেড়ে যায়। বিভ্রান্ত করার জন্য এই ধরনের প্রশ্ন করা হয় কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে খুব সহজেই এই প্রশ্নটার উত্তর দেওয়া যেতে পারে।

আরও পড়ুন : ইন্টারভিউ প্রশ্ন : সাদা হলে নোংরা, আর কালো হলে পরিষ্কার দেখায়, কী সেই জিনিস?