গরমের তীব্র দাবদহে অতিষ্ঠ পশ্চিমবঙ্গবাসী। এখন প্রতিদিনের অপেক্ষা শুধু এক চিলতে বৃষ্টির। বৃষ্টির অপেক্ষায় রয়েছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নির্বিশেষে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি মানুষ। গরমের প্রবল তাপ এমনই যে উত্তরবঙ্গের মানুষেরাও স্বস্তিতে নেই। বৃষ্টির খবরের আশায় তাই আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Weather Office) -র দিকে নজর রয়েছে সকলের।
অবশেষে দক্ষিণবঙ্গবাসীদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এসে পৌঁছাল আশার আলো। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের চারটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। বুধবার ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বুধবার বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। তাই বাড়ির বাইরে খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। স্বস্তি পাবেন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনার মানুষেরা।
আজ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। তবে আগামী শনিবার পর্যন্ত গরমের তীব্র জ্বালা সহ্য করতে হবে রাজ্যবাসীকে। শনিবার পর্যন্ত বৃষ্টির ফলে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তাই এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতে সাময়িক স্বস্তি মিললেও গরম এখনই কাটবে না। বরং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় গরম ও অস্বস্তি একই থাকবে।
আগামী ১০ই জুন পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় দাবদাহ চলবে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সেই সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরকেও সতর্ক করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু বইতে পারে।
আরও পড়ুন : Civic Volunteer-দের দাদাগিরির দিন এবার শেষ! রাজ্যের তরফ থেকে এল কড়া নির্দেশিকা
বাঁকুড়া, পুরুলিয়া, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরেও উঠে যেতে পারে এই মুহূর্তে। পশ্চিমবঙ্গে আপাতত বর্ষা প্রবেশ করার কোনও সম্ভাবনা নেই। জুনের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে। তবে এই বছর ঠিক কোন সময়ে বাংলায় ঢুকবে বর্ষা তা নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন : ভ্যাপসা গরম কেটে বাংলায় বর্ষা নামবে কবে? কী জানালো হাওয়া অফিস