বিদায়ের আগেই মরণ কামড় দিচ্ছে শীত।রাজ্যের সব জেলাতেই নামছে তাপমাত্রার পারদ। অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় পাহাড়ে শীতের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।পাশাপাশি দার্জিলিংয়ে তুষারপাতের এবং দক্ষিণবঙ্গে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেও শীতের দাপট অব্যাহত থাকবে। উত্তুরে হাওয়ার দাপটে ভরা মাঘেও কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পারদ ১০ ডিগ্রির কাছাকাছি আছে। কয়েকটি জেলায় আবার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। সবমিলিয়ে ১৬ টি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
বিগত অনেক বছরে ফেব্রুয়ারি মাসে এমন শীত উপভোগ করতে পারেনি বাঙালি। এটিকে শীতলতম ফেব্রুয়ারি বলাই যায়। একদিকে উত্তরবঙ্গে তুষারপাত এবং অন্যদিকে দক্ষিণবঙ্গে শৈত্য প্রবাহ।সব মিলিয়ে চলতি বছরে শীতের এই ঝোড়ো ইনিংসকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন শীত প্রেমীরা। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল থেকে পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সপ্তাহের শেষে আবার হাড় কাপানো শীতের পর্ব শুরু হবে। এর সাথেই উত্তরের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় হবে বৃষ্টিপাত। গত সপ্তাহে সন্দকফুতে তুষারপাত হয়েছে। এবার দার্জিলিং, কালিম্পং, কর্শিয়াং সহ পাহাড়ের উচুঁ জায়গাগুলোতে তুষারপাত হতে পারে বলেই জানা যাচ্ছে।
শীতের দাপট চলবে দক্ষিণবঙ্গেও।উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাতের পরেই আরও নামতে শুরু করবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একইরকম থাকবে শীতের দাপট। আগামীকাল থেকে তাপমাত্রা হালকা বাড়লেও সপ্তাহের শেষে আবারও নামবে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রাও নামবে।কমপক্ষে ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত ঝোড়ো ইনিংস খেলতে শীত। তাপমাত্রা কমবে শহর কলকাতাতেও। বুধবার শহরের তাপমাত্রা ১১ ডিগ্রি কাছাকাছি আছে। আগামী দিনগুলোতেও তাপমাত্রার পারদ থাকবে নিম্নমুখী।
হাড়কাঁপানো ঠান্ডা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া এবং হুগলিতেও কনকনে ঠান্ডা থাকবে। দুই দিনাজপুর, আলিপুরদুয়ার এবং মালদহে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই সঙ্গে ঘন কুয়াশার আচ্ছাদনে আছে মালদহ, কোচবিহার, দুই দিনাজপুর। সপ্তাহান্তে সিকিম, দার্জিলিং-সহ পাহাড়ে বৃষ্টি হতে পারে। আগামী রবিবার এবং সোমবার তুষারপাতও হতে পারে।