বর্তমান যুগে প্রত্যেক মধ্যবিত্ত শহুরে পরিবারের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় গৃহস্থালির জিনিস হল ওয়াসিং মেশিন। ভারতের মতো দেশে যেখানে এখনো ৩০ লক্ষ বাড়িতে বিদ্যুৎ পৌঁছায় নি স্বাধীনতার ৭০ বছরের বেশি সময় ধরে সেখানে বাড়িতে ওয়াসিং মেশিন রাখার কল্পনা অনেকটাই অলীক কল্পনা। কিন্তু যদি এমন এক ওয়াসিং মেশিন হয় যা ব্যবহার করতে লাগবে না কোন বিদ্যুৎ অর্থাৎ খরচ হবে না বিদ্যুতের বিলের বাড়তি টাকা, তাহলে? তাহলে সবাই আমরা ব্যবহার করতে চাইবো সেরকমই ওয়াসিং মেশিন। আর এরকমই করে দেখিয়েছে এক খুদে পড়ুয়া। সে তার উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তৈরি করে ফেলেছে এমনই এক ওয়াসিং মেশিন যা ব্যবহার করার জন্য লাগবে না কোন বিদ্যুৎ। আর তাই প্রত্যেক পরিবার তা সহজেই ব্যবহার করতে পারবেন কোন রকম বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা ছাড়াই।
দর্শন কোলে নামের এই মেধাবী ১০ বছর বয়সের ক্ষুদে বিজ্ঞানী তার উদ্ভাবনী শক্তির সাহায্যে তৈরি করেছে এক অভিনব ওয়াসিং মেশিন। মধ্য প্রদেশের পান্ডুরনা অঞ্চলের সরকারি এল বি এস মিডিল স্কুলে সে পড়াশোনা করে। একটা সাইকেলের কিছুটা অংশ এবং একটা বড়ো ব্যারেল বা ঐজাতীয় কোন পাত্র। এই দুই অতি সাধারণ জিনিসের সাহায্যেই সে বানিয়ে ফেলেছে একটা আস্ত ওয়াসিং মেশিন। সাইকেলের প্যাডেলে প্যাডেল করলেই ব্যারেলের মধ্যে থাকা মেশিন ঘুরতে শুরু করবে। আর তারপর প্রয়োজন মতো জল ও সাবান গুঁড়ো কাপড় অনুযায়ী দিয়ে হাতে ঘুরিয়ে বা সাইকেল চালানোর মতো সাইকেল সিটে বসে প্যাডেল করতে থাকুন। এইভাবে কিছুক্ষণ প্যাডেল করলে একদিকে যেমন আপনার নোংরা কাপড় পরিষ্কার করা হয়ে গেল তেমনি একটু শরীরের ব্যায়াম করাও হয়ে গেল।তাই কাপড় পরিষ্কার করার সাথে সাথে শরীরকেও ঠিক রাখা যাবে।আর এই ওয়াসিং মেশিন এ আপনি আপনার কাপড় শুকাতেও পারবেন। তবে তার জন্য আপনাকে ব্যারেলের মধ্যে থাকা সাবান জলকে প্রথমে ফেলে দিতে হবে। তারপর এর মধ্যে থাকা ভিজে কাপড়গুলো তে প্যাডেল করে বাতাস দিলে ভেতরের মধ্যেই তারা শুকিয়েও যাবে।
আরও পড়ুন : দেশ জুড়ে হাজার সেনার জীবন বাঁচাতে ১৪ বছরের কিশোরের নজিরবিহীন আবিষ্কার
দর্শন তার এই অভিনব ওয়াসিং মেশিন এর প্রদর্শন করেছিল আই আই টি দিল্লির জাতীয় স্তরের Inspire Award competition এ। এখানে তার এই অদ্ভুত এবং দারুন ওয়াসিং মেশিন আন্তর্জাতিক স্তরে দেখানোর জন্য মনোনীত হয়।
আরও পড়ুন : ৯টি যুগান্তকারী আবিষ্কারের ধারণা যা নেওয়া হয়েছে ভারতীয়দের থেকে
সস্তার এই ওয়াসিং মেশিন যদি সবার বাড়িতেই একটা থাকে তাহলে যেমন বাড়ির সকলের সুবিধা হবে তেমনই স্বাস্থ্য ও সবার ঠিক থাকবে। তাই দর্শনের এই অভিনব আবিষ্কার বাণিজ্যিক স্তরে যদি তৈরি করা যায় তাহলে হয়তো সবার বাড়িতেই ওয়াসিং মেশিন ব্যবহারের ইচ্ছা পূরণ ও হবে আর দেশের বিদ্যুৎ উৎপাদন খরচ অনেকটা কমে দেশের টাকাও বাঁচবে।আপনার কী বলেন?