দর্শকের বিচারে ২০২১-এর সেরা ৭টি ভাইরাল ভিডিও

বছর শেষে এখন সর্বত্রই যেন ‘পাওরি হোরিহি হ্যায়’! ২০২১ কে বিদায় জানানোর পালা এসে গিয়েছে। দরজায় কড়া নাড়ছে ২০২২। গোটা এক বছর ধরে নেট পাড়া কাঁপালো দেশ-বিদেশের বহু ভিডিও (Viral Video 2021)। ছোট বাচ্চার বাচপান কা পেয়ার থেকে শুরু করে বাদাম কাকুর বাদাম গান, এই তালিকাতে রয়েছে ৮টি সেরা মিউজিক ভিডিও যা সোশ্যাল মিডিয়াতে বছরভর ট্রেন্ডিং রইলো।

পাওরি হোরিহি হ্যায় (Pawri Ho Rhi Hai) : এক পাকিস্তানী তরুণী বন্ধুদের নিয়ে পার্টি করার সময় হাসি মজার ছলে বানিয়ে ফেলেছিলেন একটি ভিডিও। তিনি বলেন “ইয়ে হামারি কার হ্যায়, অউর ইয়ে হাম হ্যায়, অউর করে হামারি পাওরি হোরিহি হ্যায়’’! এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল। যশরাজ মুখুটে তার প্রথম গান ‘রসৌরে মে কৌন থা’র সঙ্গে ‘পাওরি হোরিহি হ্যায়’ জুড়ে দিয়ে বানিয়ে ফেলেছিলেন একটি মজাদার গান যা নিমেষের মধ্যে ভাইরাল হয়েছিল। ইনস্টাগ্রাম রিল দুনিয়া ছেয়ে যায় এই গানে। রাতারাতি ভাইরাল হয়েছিলেন পাকিস্তানের ওই তরুণী দানানীর মোবিন।

মানিকে মাগে হিথে (Manike Mage Hithe) : বছরের মধ্যভাগে কিস্তিমাত করেছেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভা। ভাষাগত বাঁধা উপেক্ষা করে সারা দুনিয়া তার গানের সুরে মেতে উঠেছিল। বিশেষত ভারতবর্ষে এই গানের জনপ্রিয়তা ছিল তুমুল। সোশ্যাল মিডিয়াতে বহুদিন ট্রেন্ডিং ছিল এই গান। গানের সঙ্গে সঙ্গেই বিখ্যাত হয়েছিলেন ইয়োহানি।

বাচপান কা পেয়ার (Bachpan Ka Pyar) : ভাইরাল হওয়ার দৌড়ে পিছিয়ে নেই ছোট্ট ছেলের বাচপান কা পেয়ার গানটিও। ছত্রিশগড়ের একটি গ্রামে স্কুলে পড়তে গিয়ে ৮ বছরের সহদেব দির্দ খালি গলায় গেয়ে উঠেছিল বাচপান কা পেয়ার। বলিউডের গায়ক বাদশাও তাকে নিয়ে একটি গানের ভিডিও বের করে ফেলেন। এরপর এই গানের জনপ্রিয়তা হয় আকাশ ছোঁয়া।

আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের পোষ্য (Ireland President Pet) : আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট খোলা মাঠে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। তার পাশেই রয়েছে সাদাকালো লোম ওয়ালা একটি কুকুর যে আবার প্রেসিডেন্টের হাতে কামড়ে দিচ্ছে, মাঝে মাঝে হাত চেটে দিচ্ছে! এতে একটুও বিরক্ত হননি প্রেসিডেন্ট। উপরন্তু তিনি তাকে প্রশ্রয় দিচ্ছিলেন। এমন একটি মিষ্টি ভিডিও দেখে নেটিজেনদের মন ভরে গিয়েছিল। এই ভিডিওটিও সমানভাবে জনপ্রিয় হয়েছিল।

রেমডিসিভির হলো রেমো ডিসুজা (Remdisiver To Remo D’Souza) : আরেকটি মজার ভিডিও দেখে হেসে কুটোপাটি হয়েছিলেন নেটিজেনরা। সেখানে করোনার ওষুধ রেমডিসিভিরকে এক যুবক রেমো ডিসুজা বলে ওঠে! এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে।

জুম কলে স্বামীকে চুমু খাওয়ার চেষ্টা ( Wife Kissing Husband During Zoom Call) : লকডাউনকালে বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করছেন অনেকেই। জুম কলে মিটিং করতে করতে জোর করেই স্বামীকে চুমু খান এক মহিলা। ভিডিওটি টুইটারে শেয়ার করেছিলেন আনন্দ মহিন্দ্রা এবং হর্ষ গোয়েঙ্কা। মজার ভিডিওটিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে।

মদ হারাবে করোনা (Alcohol Beats Corona) : লকডাউন পর্বে দীর্ঘদিন মদের দোকান বন্ধ ছিল। তারপরে যখন মদের দোকান খোলে তখন দোকানের বাইরে গ্রাহকের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। দিল্লিতে একটি মদের দোকানে লাইনে দাঁড়িয়ে মাঝ বয়সি এক মহিলা বলেছিলেন কোনও ওষুধ নয়, একমাত্র মদই করোনাকে হারাতে পারবে!

কাঁচা বাদাম (Kacha Badam) : বছরের শেষভাগে কাঁচা বাদামের জয়জয়কার। বীরভূমের এক বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর বাদাম ফেরি করতে গিয়েই হয়েছেন জনপ্রিয়। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গেয়ে বাদাম ফেরি করতে গিয়ে তিনি হয়েছেন সকলের প্রিয় বাদাম কাকু। নেট মাধ্যমে এখনও এই গানটিকে নিয়ে ক্রেজ ভালো মতোই লক্ষ্য করা যায়।