মিঠাই-দীপা কেউ নয়! TRPতে সবথেকে বেশিবার ‘বেঙ্গল টপার’ সিরিয়াল কোনটা জানেন?

অনুরাগের ছোঁয়া নয়, মিঠাইও ফেল!  বাংলার সব থেকে বেশি TRP টপার সিরিয়াল কোনটি জানেন?

Bengal Topper Serial : বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করে টিআরপি (TRP)। কোন সিরিয়াল দর্শকরা কতটুকু দেখছেন, কতটা পছন্দ করছেন, সেই সমস্ত তথ্যের খতিয়ান কার্যত বোঝা যায় এই টিআরপি তালিকা দিয়ে। তাই যে কোনও সিরিয়ালের ক্ষেত্রে টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) খুবই গুরুত্বপূর্ণ। স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা (Zee Bangla) -র মধ্যে এই টিআরপি নিয়ে চলে প্রতিদ্বন্দ্বিতা। তবে জানেন কি এই দুই চ্যানেলের মধ্যে কোন সিরিয়াল সব থেকে বেশিবার বেঙ্গল টপার হয়েছে? দেখে নিন বাংলার সেরা ৫ টিআরপি টপার সিরিয়ালের তালিকা।

কুসুম দোলা (Kusum Dola) : স্টার জলসায় সম্প্রচারিত লীনা গাঙ্গুলীর এই সিরিয়াল এক সময় বেঙ্গল টপার ছিল। ঋষি কৌশিক, অপরাজিতা ঘোষ দাস, মধুমিতা সরকার অভিনীত এই সিরিয়াল দর্শকরা খুবই পছন্দ করেছিলেন। সিরিয়ালটি মোট ৩২ বার বেঙ্গল টপার হয়েছিল।

Krishnakoli

কৃষ্ণকলি (Krishnakoli) : সেরা ৫ বেঙ্গল টপারের তালিকাতে চতুর্থ স্থানে রয়েছে কৃষ্ণকলি। নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচা অভিনীত এই সিরিয়ালটিও জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ছিল। প্রায় চার বছরের সময়কালে মোট ৩৩ বার বেঙ্গল টপার হয়েছিল এই সিরিয়াল।

অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) : অনুরাগের ছোঁয়া এখন বেঙ্গল টপার হিসেবে সবার আগে রয়েছে। এরই মধ্যে ৩৬ বার টিআরপি টপারের আসন দখল করে নিয়েছে দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষের এই সিরিয়াল। ভবিষ্যতে এই সংখ্যাটা বাড়বে সেই নিয়ে কোনও সন্দেহ নেই।

MITHAI

মিঠাই (Mithai) : হালফিলের সিরিয়ালগুলোর মধ্যে মিঠাইয়ের টিআরপি বলতে গেলে সবার থেকে সেরা। টানা আড়াই বছর চলেছিল এই সিরিয়ালটি। এরমধ্যে ৫৬ বার বেঙ্গল টপার হয়েছিল মিঠাই। জনপ্রিয়তার বিচারে মিঠাইয়ের ধারে কাছে পৌঁছতে পারেনি আর কোনও সিরিয়াল।

MAA PHULKI ASHMITA

আরও পড়ুন : বিন্দু মাসিকে টেক্কা দেবে ‘বিন্দা মেসো’! ‘নিম ফুলের মধু’র নতুন টুইস্ট দেখে হেসে গড়াগড়ি দর্শকরা

মা (Maa….Tomay Chara Ghum Ashena) : তবে এই গোটা তালিকার মধ্যে সবার সেরা হল ‘মা তোমায় ছাড়া ঘুম আসে না’ সিরিয়ালটি। প্রায় ১০ বছর আগের এই সিরিয়ালের জনপ্রিয়তা এখনো অটুট রয়েছে। বাংলা সিরিয়ালের ইতিহাসের রেকর্ড করেছে মা। স্টার জলসার এই সিরিয়ালের মোট ৭২ বার বেঙ্গল টপার হওয়ার রেকর্ড রয়েছে।

আরও পড়ুন : মাত্র ২০ বছর বয়সেই রেকর্ড সাফল্য! বাংলার ‘সেরা খলনায়িকা’র পুরস্কার পেলেন এই অভিনেত্রী