বিশ্বমঞ্চে গর্বিত বাংলা! বাংলার ছেলে অরিজিৎ গড়লেন আরও এক বিশ্বরেকর্ড

বিশ্বমঞ্চে অরিজিতের জয়জয়কার! বাংলার ছেলে গড়ে ফেললেন আরও এক বিশ্বরেকর্ড

Arijit Singh beats Taylor Swift : বাংলার গর্ব অরিজিৎ সিং (Arijit Singh)। জিয়াগঞ্জ শহরের এই গায়ক আজ গোটা দেশ শুধু নয়, গোটা বিশ্বকে তার গানের মাধ্যমে মুগ্ধ করেছেন। আপামর বাঙালির গর্ব তিনি। দিন প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছেন অরিজিৎ। এবার বিশ্বমঞ্চে আরও একবার বাংলার মুখ উজ্জ্বল করলেন তিনি। গড়ে ফেললেন আরও এক বিশ্ব রেকর্ড। এমনকি বিশ্বের নামীদামি তারকা গায়করাও তার থেকে পিছিয়ে রয়েছেন।

এক, দুই নয় গানের জগতে প্রায় এক দশক পার করে ফেলেছেন অরিজিৎ সিং। তার ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার। ১২টি গ্রামি পুরস্কার জিতেছেন তিনি। বিশ্বের তাবড় তাবড় গায়কদের মাত দিতে পারেন তিনি। ফের একবার তা প্রমাণ করে দিলেন অরিজিত। বিশ্বের জনপ্রিয় গান শোনার প্ল্যাটফর্ম স্পটিফাই (Spotify) –তে তার গান এতবার শোনা হয়েছে যে সেটাও একটা রেকর্ড (Arijit Singh In Spotify)

ARIJIT SINGH

সম্প্রতি স্পটিফাইয়ের তরফ থেকে একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তাতে দেখা যাচ্ছে অনুরাগী সংখ্যার নিরিখে অরিজিত সিং বিশ্ব বিখ্যাত গায়িকা টেলর সুইফটকেও টেক্কা দিয়েছেন। সেই সঙ্গে হলিউডের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও তিনি পেছনে ফেলেছেন। এই তালিকাতে সেরা দশের মধ্যে সেরা তিনে উঠে এসেছে অরিজিৎ সিং এর নাম।

অরিজিৎ সিং এর এই সাফল্যে কার্যত দারুণ খুশি হয়েছেন তার ভক্তরা। স্পটিফাইয়ের হিসেব অনুসারে বর্তমানে অরিজিৎ সিং এর অনুরাগীর সংখ্যা সেখানে ৮ কোটি ৬০ লক্ষেরও বেশি। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শিরন। তার অনুরাগীর সংখ্যা ১১ কোটি ৩০ লক্ষের বেশি। দ্বিতীয় স্থানে রয়েছেন পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডে। তার অনুরাগীর সংখ্যা ৯ কোটি ১০ লক্ষ।

ARIJIT SINGH

স্পটিফাই এমন একটি গান শোনার প্ল্যাটফর্ম যেখানে শ্রোতারা গান শোনার পাশাপাশি নিজেদের পছন্দের গায়কদের ফলো করতে পারেন। দিনে দিনে এই প্লাটফর্মে অরিজিতের অনুরাগী সংখ্যা বাড়ছে। ভবিষ্যতে অনুরাগী সংখ্যা বাড়লে তিনিই হয়তো হবেন প্রথম স্থানাধিকারী। পেছনে ফেলে দেবেন এড শিরন কিংবা আরিয়ানা গ্রান্ডেদেরকেও।

ARIJIT SINGH

আরও পড়ুন : শ্রেয়া নয়, অরিজিতও বাদ, বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক কে জানেন?

অরিজিৎ সিং এর কেরিয়ার শুরু হয়েছিল রিয়েলিটির শোয়ের মাধ্যমে। তবে দুর্ভাগ্যজনকভাবে তিনি সেই শো থেকে বাদ পড়েন। কিন্তু হাল না ছেড়ে দিয়ে আবার ঘুরে দাঁড়ান তিনি। সেখান থেকেই তিনি হয়ে ওঠেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার। গত দশ বছরে অরিজিত সিং দেশের সেরা জনপ্রিয় গায়কদের মধ্যে জায়গা করে নিয়েছেন। গোটা দেশ এমনকি বিশ্ব আজ এই বাঙালি গায়কের গায়কীতে মুগ্ধ।

আরও পড়ুন : কতদূর পড়াশোনা করেছেন অরিজিত সিং? চমকে দেবে তার শিক্ষাগত যোগ্যতা