একটা সময় ছিল যখন সিনেমা জগতের (Cinema Industry) সঙ্গে জড়িত কলাকুশলীরা (Celebrities) টেলিভিশনের (Telivision) পর্দায় কাজ করতে হীনমন্যতায় ভুগতেন। তবে এখন অবশ্য সময় অনেক বদলে গিয়েছে। সিনেমা পর্দার পাশাপাশি টেলিভিশনের পর্দাও এখন দর্শকের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। খোদ বলিউড তারকা অমিতাভ বচ্চনও ‘কৌন বনেগা ক্রোড়পতি’ রিয়েলিটি শো’য়ের মাধ্যমে নিজের কেরিয়ারের টেলিভিশন ইনিংস শুরু করেছেন। তাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন অনেকেই।
বলিউডের পাশাপাশি টলিউডের (Tollywood) তারকারাও (Stars) ইদানিং টেলিভিশনের দিকে ঝুঁকছেন। টলিউডের একাধিক তারকা এই মুহূর্তে টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছেন। কেউ রিয়েলিটি শো, কেউ আবার বাংলা মেগা সিরিয়ালে (Bengali Mega Serial) অভিনয় করছেন। একবার দেখে নিন সেই তালিকাটা।
যশ এবং মধুমিতা (Yash and Madhumita) : ছোটপর্দার এই জনপ্রিয় জুটিকে আজও ভুলতে পারেননি দর্শক। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘অরণ্য-পাখি’ জুটিকে আবারও পর্দায় ফেরানোর জন্য বারংবার অনুরোধ জানিয়েছেন তারা। তাদের সেই অনুরোধে সাড়া দিয়ে এবার এই জুটি নাকি শীঘ্রই আবারও ছোটপর্দায় জোট বাঁধতে চলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ‘ও মন রে’ সিরিয়ালের হাত ধরে আবারো টেলিভিশনের পর্দায় জোট বাঁধতে চলেছেন যশ এবং মধুমিতা।
দেব (Dev) : স্টার জলসার ডান্স ডান্স জুনিয়র এর মঞ্চ মারফত টেলিভিশনের পর্দায় ডেবিউ করেছেন দেব। বিচারকের আসনে দেবকে দেখে আপ্লুত তার অনুরাগীরা। দেবের ফিটনেস এবং নাচের পারফরম্যান্সে জমে উঠেছে ডান্স বাংলা ডান্সের মঞ্চ। একই সঙ্গে তার সহজ সরল ভাবভঙ্গি আরও একবার দর্শকদের মুগ্ধ করেছে।
জিৎ (Jeet) : টলিউডের এই সুপারস্টারও দেবের সঙ্গে প্রায় একই সঙ্গে টেলিভিশনের পর্দায় ডেবিউ করে ফেলেছেন। ‘ডান্স বাংলা ডান্স’ এর মঞ্চে বিচারকের আসনে বসেছেন জিৎ। উল্লেখ্য, ইতিপূর্বে টেলিভিশনের পর্দায় আসার জন্য তার কাছে বহুবার প্রস্তাব গিয়েছে। তবে তিনি ‘ডান্স বাংলা ডান্স’কেই টেলিভিশনের জগতে আসার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।
শুভশ্রী (Subhashree Ganguly) : মা হওয়ার পর পর্দায় কামব্যাক করার মাধ্যম হিসেবে শুভশ্রীও ডান্স বাংলা ডান্স এর মঞ্চকেই বেছে নিয়েছেন। প্রসঙ্গত শুভশ্রী কিন্তু কেরিয়ার শুরু করেছিলেন টেলিভিশন জগতের হাত ধরেই। শুভশ্রী টেলিভিশনের পর্দায় ‘এবার জমবে মজা’য় অভিনয় করে তার কেরিয়ার শুরু করেছিলেন। এরপর সিনেমা জগতে তার যাত্রা শুরু হয়েছিল। এখন তিনি আবার টেলিভিশনের পর্দাতেই ফিরেছেন।
আবির (Abir Chatterjee) : মহিলাদের হার্টথ্রব আবির চট্টোপাধ্যায়। আবার রহস্য-রোমাঞ্চ প্রেমীদের কাছে প্রিয় ‘ফেলুদা’ও তিনিই। আবির একজন দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি একজন অত্যন্ত দক্ষ সঞ্চালকও বটে। তার সেই গুণ ইতিপূর্বে ‘সারেগামাপার’ মঞ্চে ধরা পড়েছে।
দেবশ্রী রায় (Debashree Roy) : জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই টলিউড সুন্দরী বহু বছর আগেই সিনেমা জগত থেকে অবসর নিয়েছিলেন। মাঝে অবশ্য ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে দিদির ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। তারপর দীর্ঘ ব্রেক নিয়ে অভিনয় জগৎ থেকে তিনি সরে যান। বর্তমানে তিনি আবার টেলিভিশনের পর্দায় কাজ শুরু করেছেন। নতুন ধারাবাহিক ‘সর্বজয়া’তে অভিনয় করতে দেখা যাবে তাকে।
পাওলি দাম (Paoli Dam) : টলিউড বলিউড মিলিয়ে মিশিয়ে একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করে পাওলি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন। সম্প্রতি তিনি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছিলেন। তবে এর আগে ‘মিরাক্কেল সিজন ১০’ এ অংশগ্রহণ করেছিলেন পাওলি।