বিংশ শতাব্দীর শেষ থেকে একবিংশ শতাব্দীর প্রথম ভাগে বলিউডে অক্ষয় খান্নার (Akshay Khanna) যুগ চলছিল। একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।অক্ষয় খান্না প্রয়াত অভিনেতা বিনোদ খান্নার সন্তান।আজ,তার ৪৬তম জন্মদিন।এত বয়স হলেও অবিবাহিত অক্ষয় খান্না।
নায়ক হোক কিংবা খলনায়ক, সব ভূমিকাতেই সাবলীল অক্ষয় খান্না। ১৯৯৯ সালে ঐশ্বর্য্য রাইয়ের বিপরীতে তার অভিনীত ছবি তাল চূড়ান্ত হিট হয়েছিল। এছাড়াও ‘দিল চাহতা হ্যায়’ ছবির জন্য ফিল্মফেয়ার সেরা সহনায়কের পুরষ্কার পান তিনি। ‘হামরাজ’, ‘হাঙ্গামা’, ‘রেস’ এবং ‘দহাক’ সহ একাধিক ছবিতে দর্শকদের মন জয় করেছেন অক্ষয় খান্না।
কারিশমা কাপুরের (Karishma kapoor) সাথে অক্ষয় খান্নার সম্পর্ক নিয়ে একসময় সরগরম ছিল পেজ থ্রি।এখনও তাদের সম্পর্ক নিয়ে অনেক কানাঘুষো চলে বলিউডের অন্দরমহলে।বহু অভিনেত্রীদের সাথে তার নাম জড়ালেও তিনি বিয়ে করতে চেয়েছিলেন কারিশমা কাপুরকে যিনি ছিলেন তৎকালীন বলিউডের প্রথম সারির নায়িকা।
জানা যায়, কারিশমার বাবা রণধীর কাপুর বিনোদ খান্নার বাড়িতে মেয়ের সন্মন্ধ পর্যন্ত পাঠিয়েছিলেন। কিন্তু সেই সময় বেকে বসেন কারিশমার মা ববিতা কাপুর। সেই সময় কারিশমার কেরিয়ার ছিল চূড়ায়, দিনে দিনে আরও যশ এবং খ্যাতি বৃদ্ধি হচ্ছিল তার। সেই সময় মেয়ের বিয়ে হোক, সেটা তিনি চাননি এবং সম্পর্কটি অস্বীকার করেছিলেন তিনি।
অনেকেই মনে করেন, অক্ষয় খান্নার আজ পর্যন্ত অবিবাহিত থাকার কারণ কারিশমা কাপুর। তবে তাকে এই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, অক্ষয় খান্না একবার তাঁর বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করা প্রশ্নে বলেছিলেন,”আমি বাচ্চাদের পছন্দ করি না, তাই আজ অবধি আমি বিয়ে করি না এবং আমি কখনই বিয়ে করতে চাই না। আমি একা ভাল। আমি কিছু সময়ের জন্য একটি সম্পর্কে থাকতে পারি তবে আমি সেই সম্পর্কটি দীর্ঘদিন চালাতে পারি না।”