ভালো নেই কপিল শর্মার সহ-অভিনেত্রী, মারণ রোগে আক্রান্ত সুমনা চক্রবর্তী

টলিউডের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। তাকে ছাড়া “সোনি চ্যানেলে”র “দ্য কপিল শর্মা শো”এ কপিলের ম্যাজিক যেন ঠিক জমে না। তবে বর্তমানে তাকে আর পর্দায় দেখা যায় না। কিন্তু হলে কি হবে? ছোটপর্দার এই অভিনেত্রীকে কিন্তু দর্শক আজও ভীষন মিস করেন। একসময় “দ্য কাপিল শর্মা শো”য়ের প্রতিটি এপিসোডে কপিলের স্ত্রীর ভূমিকায় কয়েক মুহূর্তের জন্য তাকে পর্দায় দেখা যেত। কমেডি শোয়ের প্ল্যাটফর্মে তার উপস্থিতি দর্শককে বেশ আনন্দ দিত।

পর্দায় কপিলের স্ত্রীর ভূমিকায় পারফর্ম করতেন, সুমনা চক্রবর্তী (Sumona Chakravarti)। “দ্য কপিল শর্মা শো” (The Kapil Sharma Show) এর দৌলতে সুমনা সিনে অনুরাগীদের কাছে বেশ পরিচিত মুখ। এর আগে অবশ্য সুমনাকে “বড়ে আচ্ছে লাগতে হ্যায়”, “কস্তূরী”, “কসম সে” এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে তিনি আরও জনপ্রিয় হয়ে উঠেছেন কমেডি শোয়ের হাত ধরে।

“কমেডি নাইটস উইথ কপিল” (Comedy Nights With Kapil) এবং “দ্য কপিল শর্মা শো” (The Kapil Sharma Show), তার কেরিয়ারের অত্যন্ত চ্যালেঞ্জিং দুটি প্রজেক্ট ছিল। অত্যন্ত সফল ভাবেই সুমনা এই দুটি প্রজেক্টে উতরে গিয়েছেন। কপিল শর্মার সেটে তার উপস্থিতিই দর্শকদের জন্য আনন্দের আলাদা খোরাক ছিল। কপিলের সঙ্গে তার খুনসুটি, মজার বাকবিতণ্ডা, সর্বোপরি কপিল মারফত সুমনার “লেগ পুলিং”, সুমনাকে কপিলের “বড়ে হোঁট-ওয়ালি” বলে সম্মোধন, দর্শক বেশ উপভোগ করতেন।

   

দর্শকের বিনোদনের জন্য পর্দায় যিনি সব রকম প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন সেই অভিনেত্রী আজ কেমন আছেন? জানা গেল তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। বর্তমানে সুমনার হাতে বিশেষ কোনও কাজ নেই। এককথায় বেরোজগার তিনি। তিনি কর্মহীন, তবে নিজের পরিবারের মুখে দু’বেলা অন্ন তুলে দেওয়ার জন্য কার্পণ্য করছেন না সুমনা।

সম্প্রতি সোশ্যাল সাইটে সুমনা নিজের ওয়ার্ক আউট করার পরের একটি ছবি পোস্ট করেছেন। ধূসর রঙের ট্যাঙ্ক টপে, ঘর্মাক্ত শরীরে নেটিজেনদের সামনে উপস্থিত হয়েছেন অভিনেত্রী। তিনি জানালেন তার বর্তমান পরিস্থিতির কথা। একদিকে কর্মহীনতার জ্বালা, অপরদিকে শরীরের কঠিন এক রোগ, জোড়া সমস্যায় বিরুদ্ধে সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন সুমনা।

অভিনেত্রী জানান, ২০১১ সাল থেকে তার শরীরে একটি বিশেষ রোগ বাসা বেঁধেছে। দীর্ঘ ১০ বছর ধরে এন্ডোমেট্রিওসিস নামক জরায়ুর একটি বিশেষ রোগে ভুগছেন সুমনা। ভাল খাদ্যাভ্যাস, শরীরচর্চা, এবং নিজেকে চিন্তা মুক্ত রাখার মাধ্যমেই এই রোগের বিরুদ্ধে লড়াই সম্ভব। তাই করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুমনা। তার উপর আবার কর্মহীনতার জ্বালা। তবে অভিনেত্রী খুশি এই ভেবে যে তিনি আজ পর্যন্ত তার পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে পারছেন। এরজন্য হাজারও একটা সমস্যায় ভুগেও নিজেকে সৌভাগ্যবতী মনে করছেন সুমনা।