Star Jalsha Serial Ending Episode : টিআরপি (TRP) তালিকা বিচার করলে স্টার জলসা (Star Jalsha) এখন রেটিংয়ের বিচারে কিন্তু জি বাংলা এর তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে। স্টার জলসার বেশকিছু সিরিয়ালের টিআরপি রেটিং খুবই কম। আর রেটিং না থাকলে কার্যত সিরিয়াল বন্ধ করে দেওয়া ছাড়া তো উপায় থাকে না। চ্যানেল এর আগেও বেশ কিছু সিরিয়াল খুব কম সময়ের মধ্যে বন্ধ করে দিয়েছে।
এর আগে যেমন মাধবীলতা, বৌমা এক ঘরের মত সিরিয়ালগুলোর ক্ষেত্রে দেখা গিয়েছিল স্টার জলসা মাত্র তিন মাসের মাথায় টিআরপির অভাবে সিরিয়াল বন্ধ করে দিয়েছে। কিন্তু আবার বেশ কিছু সিরিয়ালের ক্ষেত্রে এটাও দেখা গিয়েছে যে টিআরপি কম থাকা সত্ত্বেও দিনের পর দিন চলেছে সেইগুলি। এর মধ্যে গাঁটছড়া (Gantchchora), গোধূলি আলাপ (Godhuli Alap) অন্যতম।
তবে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলল চ্যানেল কর্তৃপক্ষ। টিআরপি কম থাকা সিরিয়াল গুলিকে আর চালানো হবে না এখন। তার বদলে আনা হবে নতুন সিরিয়াল। এখন যেমনটা দেখা যাচ্ছে মাসের পর মাস ধরে গাঁটছড়া সিরিয়ালের টিআরপি খুবই কম। অন্যদিকে আবার গোধূলি আলাপ সিরিয়ালের টিআরপি শুরু থেকেই তেমন ভাল ছিল না।
টিআরপি কম থাকার কারণে সন্ধে ৬.০০টায় শুরু হলেও গোধূলি আলাপ মাত্র তিন মাসের মধ্যে রাতের দিকের স্লট পায়। তবে এবার গোধূলি আলাপ সিরিয়াল থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল স্টার জলসা। তার কারণ চ্যানেলের তরফ থেকে দর্শকদের জন্য আনা হচ্ছে একটি নতুন সিরিয়াল। আসছে সৈয়দ আরেফিন (Syed Arefin) এবং দীপান্বিতা হাজরা (Dipanwita Hazra) অভিনীত সিরিয়াল তুঁতে (Tunte)।
আগামী ৫ই জুন থেকে নতুন এই সিরিয়ালের সম্প্রচার হবে। সম্প্রচারের সময় হিসেবে সন্ধ্যে সাতটার সময়টাকেই বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ গাঁটছড়ার জায়গাতে সম্প্রচারিত হবে তুঁতে নামের নতুন এই সিরিয়ালটি। তবে গাঁটছড়াকে এখনই বন্ধ করা হবে না। সিরিয়ালটিকে শুধু সরিয়ে নিয়ে যাওয়া হবে রাতের দিকের স্লটে।
আরও পড়ুন : প্রতীকের জন্যই ভাঙে সোনামনির প্রথম বিয়ে? এত বছর বাদে বিস্ফোরক অভিনেত্রীর প্রাক্তন স্বামী
বেশ কিছুদিন আগেই সিরিয়াল থেকে সরে গিয়েছেন ধারাবাহিকের নায়িকা শোলাঙ্কি রায় (Solanki Roy)। তারপর থেকেই গাঁটছড়া বন্ধ হয়ে যাওয়া নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। এখন এই সিরিয়ালটিও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। তার আগে শেষ পর্বগুলো দেখতে হলে ৫ই জুন থেকে সোম থেকে রবি রোজ রাত সাড়ে দশটাতে দেখতে পাবেন গাঁটছড়া।
আরও পড়ুন : বাস্তবে মুখ দেখাদেখি বন্ধ মিঠাই-উচ্ছেবাবুর? আদৃতর সম্পর্কে বোমা ফাটালেন সৌমিতৃষা