গাড়ি চালাচ্ছে সাপ! আজগুবি বাংলা সিরিয়াল দেখে দর্শকদের চোখ উঠছে কপালে

গল্পের গরু গাছে উঠছে, স্টার জলসার সিরিয়াল দেখে সমালোচনার ঝড় নেটপাড়ায়

Riya Chatterjee

Published on:

বাংলা সিরিয়ালের আজগুবি গল্প নিয়ে সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই নানা সমালোচনা চলে। এবার যেমন স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের পঞ্চমী (Ponchomi) সিরিয়ালটিকে নিয়ে চলছে সমালোচনা। সিরিয়ালটি এমনিতেই কিছুটা রূপকথা গল্প নির্ভর। ইচ্ছাধারী সাপের গল্প নিয়ে এগিয়েছে ধারাবাহিক। সাধারণত অতিপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে সিরিয়ালটি বেশ ভালই টিআরপি পাচ্ছে।

তবে বাংলা সিরিয়ালে অতিপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে গল্প তৈরি হবে আর সেটা নিয়ে ট্রোলিং হবে না তাও কি হয়? আসলে সাধারণ গল্পের মাঝেও কোনও কোনও সময় এমন উদ্ভট ট্র্যাক ঢুকে পড়ে তার সঙ্গে বাস্তবের মিল থাকে না কোনও। সেই জায়গায় পঞ্চমী সিরিয়ালটি হল অতিপ্রাকৃত একটি সিরিয়াল। সাপেরা এখানে নানা কেরামতি দেখায়। নাগ, নাগিনী, কালনাগিনীরাই গল্পের প্রধান প্রধান চরিত্র।

PONCHOMI NILU

এমনিতে এই ধরনের সিরিয়ালের বাস্তবতা নিয়ে প্রশ্ন করা সাজে না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ধরা পড়েছে পঞ্চমী সিরিয়ালের একটি দৃশ্য যা নিয়ে সমালোচনা চলছে। কারণ এই দৃশ্যে দেখানো হয়েছে সাপে গাড়ি চালাচ্ছে। গল্পের গরু গাছে ওঠার কথা তো সকলেই শুনেছেন, কিন্তু সাপের গাড়ি চালানো এর আগে কেউ দেখেননি বা শোনেননি।

এই দৃশ্য ফেসবুকে শেয়ার করা হয়েছিল। আজগুবি ওই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়াতে দর্শকরা ট্রোল করতে শুরু করেছেন। পঞ্চমী তার স্বামীর প্রাণরক্ষা করতে চাইছে। কিন্তু তান্ত্রিক যোগবলে পাথর করে দিয়েছে। এখন স্বামীর জন্য মহাদেবের কাছে প্রার্থনা করছে পঞ্চমী আর নীল রঙের একটি সাপ গাড়ি চালিয়ে পাথররূপী কিঞ্জলকে নিয়ে পালিয়েছে।

PANCHAMI

নীল রঙের এই সাপটি আসলে কালনাগিনী নিয়ে। কিন্তু সাপের গাড়ি চালানোর বিষয়টা দর্শকদের চোখে বড়ই অদ্ভুত লেগেছে। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে মজার মজার কমেন্ট করছেন তারা। কেউ লিখছেন, “সাপ ড্রাইভিং টেস্টে পাশ করলো কীভাবে? ওর কি লাইসেন্স নেই?” কেউ লিখছেন, “সাপ গাড়ি চালানো শিখে গিয়েছে, আমি সাইকেল চালাতে শিখলাম না।”

PANCHAMI

আরও পড়ুন : পঞ্চমীর ‘নীলু’র কাছে সোনা-রূপাও ফেল, এই খুদে অভিনেতার পরিচয় জানলে চমকে যাবেন

কেউ কেউ আবার সিরিয়ালের নির্মাতাদের উপর বেজায় চটে গিয়েছেন। তারা লিখছেন, “সস্তার গাঁজা খেয়ে চিত্রনাট্য লিখলে যা হয় আর কী, তবে বাংলা সিরিয়ালে সবই সম্ভব।” এর আগেও পঞ্চমীকে সাপের রূপে দেখে কেউ কেউ কমোডের টিকটিকি বলে ট্রোল করেছিলেন।

আরও পড়ুন : অন্তিম শুটিংয়ের পথে মিঠাই, শেষ পর্বের সম্প্রচার কবে? প্রকাশ্যে এল দিনক্ষণ