জুন মাসের শুরু থেকেই কার্যত স্টার জলসা (Star Jalsha) -র টাইম স্লটে একের পর এক নানা পরিবর্তন দেখতে পাচ্ছেন দর্শকরা। একের পর এক নতুন সিরিয়াল আসছে। সেই কারণে বদলে যাচ্ছে পুরনো সব সিরিয়ালের ভাগ্য। টিআরপি তলানিতে থাকলে বন্ধ হচ্ছে সিরিয়াল, আর কম হলে বদলে যাচ্ছে স্লট। তুঁতে (Tunte), সন্ধ্যাতারা (Sandhyatara) -র মত সিরিয়াল এসে বিরাট পরিবর্তন ঘটিয়ে দিল স্টার জলসার।
এর আগে তুঁতে এসে তাড়িয়েছে গাঁটছড়া (Gantchchora) -কে। আর সন্ধ্যাতারা এসে তাড়ালো মেয়েবেলা (Meye Bela) -কে। গত সপ্তাহে কিন্তু মেয়েবেলা সিরিয়ালের টিআরপি বেশ ভালই ছিল। সিরিয়ালটি বন্ধ হয়ে যাবে এমন বিতর্কের মাঝেই তরতরিয়ে বেড়েছে টিআরপি রেটিং। দর্শকরা কেউই চাইছেন না সিরিয়ালটি এখনই বন্ধ হয়ে যাক। স্লটবদল হলেও হোক কিন্তু মৌ এবং ডোডোকে এখনই বিদায় দিতে চান না তারা।
কিছুদিন আগে শোনা যাচ্ছিল মেয়েবেলা সিরিয়ালের নাকি স্লট পরিবর্তন হবে। অভিনেত্রী স্বীকৃতি মজুমদার নিজেই জানিয়েছিলেন এই সুখবর। কিন্তু পরে তিনি তার সেই লাইভ ভিডিও ডিলিট করে দেন। তাই ভক্তদের মনে সন্দেহ হয় সিরিয়ালটি হয়তো তাহলে এবার বন্ধই হয়ে যাবে। এও শোনা যাচ্ছিল নাকি মেয়েবেলার স্লট পাওয়া যাচ্ছে না।
বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা যায় মেয়েবেলা সিরিয়ালের স্লট মিললেও আসলে চ্যানেল কর্তৃপক্ষের দেওয়া স্লট সিরিয়াল নির্মাতাদের পছন্দ হচ্ছিল না। তাই এই সিরিয়ালের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। আসলে মেয়েবেলা সিরিয়ালটির বাজেট বেশ চড়া। এত চড়া বাজেটের সিরিয়ালকে প্রাইম টাইম থেকে সরিয়ে রাতে বা বিকেলের দিকে নিয়ে যেতে চাইছেন না নির্মাতারা।
এদিকে সোশ্যাল মিডিয়াতে যখনই মেয়েবেলা সংক্রান্ত ভিডিও পোস্ট হচ্ছে তখনই সেখানে দেখা যাচ্ছে ক্যাপশনে সম্প্রচারের সময়ের কোনও উল্লেখ নেই। তাই ভক্তদের মনে কিছুটা হলেও আশা ছিল যে হয়তো বা সিরিয়ালটিকে নতুন কোনও স্লটে নিয়ে যাওয়া হবে। অবশেষে সেটাই হল। মেয়েবেলার ভক্তদের জন্য এল এই সুখবর। অনেক জল্পনার পর অবশেষে চ্যানেলের সিদ্ধান্ত এল প্রকাশ্যে।
আরও পড়ুন : গায়ের ঝাল মেটাতে নিন্দে করছেন প্রাক্তন বিথী? রূপা গাঙ্গুলীর বিরুদ্ধে বিস্ফোরক মেয়েবেলা টিম
হটস্টার ডিজনির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে আগামী ১২ই জুন থেকে বিকেল ৫ টার সময় সম্প্রচারিত হবে মেয়েবেলা। কিন্তু চ্যানেলের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে এখনও সেই ঘোষণা হয়নি। স্টুডিওপাড়ায় গুঞ্জন এখনই বন্ধ না হলেও মেয়েবেলার মেয়াদ খুব বেশিদিন নেই। কারণ বিকেল পাঁচটায় এলেও এমন চড়া বাজেটের সিরিয়াল এগিয়ে নিয়ে যাবে না চ্যানেল।
আরও পড়ুন : সত্যিই কি ৫ মাসে বন্ধ হচ্ছে মেয়েবেলা? সত্যিটা জানিয়ে মুখ খুলল ‘মৌ’ স্বীকৃতি