‘বাবা-মায়ের সেক্সের ফল আমি’, জন্মদিনে বিতর্কিত মন্তব্য করে চরম ট্রোলড শ্রীলেখা মিত্র

Riya Chatterjee

Published on:

সদ্য ৫০ বছর বয়সে পা রাখছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। জীবনের এতগুলো বসন্ত পেছনে ফেলে আসরেও এখনও রঙিন তিনি। গত মঙ্গলবার ৫০ তম জন্মদিন বন্ধুদের সঙ্গে বেশ চুটিয়ে আড্ডা দিয়ে কাটালেন অভিনেত্রী। নাচ-গান ও পানীয়ের মেলবন্ধনে একটা সন্ধ্যায় শ্রীলেখার বাড়িতে জমজমাট পার্টি চললো। সেই সব ছবি এবং ভিডিও দেখে অভিনেত্রীকে শুভেচ্ছাও দিলেন নেটিজেনরা।

তবে জন্মদিনে শ্রীলেখার (Sreelekha Mitra Birthday)  মুখের আগল একটু বেশি মাত্রায় খোলামেলা ছিল। বডি শেমিং নিয়ে এতদিন তো সকলে তাকে ট্রোল করেছেন। তার জবাবও দিয়েছেন অভিনেত্রী। এবার এজ শেমিং নিয়ে কেউ কিছু মন্তব্য করার আগেই কড়া কড়া কথা শুনিয়ে দিলেন তিনি। আর তাতেই শ্রীলেখার উপর চটে গিয়েছেন একদল নেটিজেন।

মঙ্গলবার ঘড়ির কাঁটা রাত বারোটা পেরোতেই শ্রীলেখার বেহালার বাড়িতে শুরু হয় নাচ, গান আর হৈ হুল্লোড়। মেয়ে মাইয়্যাও উপস্থিত ছিলেন পার্টিতে। সেই সঙ্গে শ্রীলেখার জিম পার্টনার ত্র্যম্বক রায়চৌধুরীসহ আরও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবীদের এদিন দেখা গেল পার্টিতে। বেইজ রঙের জাম্পশ্যুটের সঙ্গে মানানসই হালকা জুয়েলারিতে বার্থডে গার্ল এদিন বেশ খোশ মেজাজেই ছিলেন।

নিজেকে সাজানোর পাশাপাশি শ্রীলেখার অ্যাপার্টমেন্ট সাজানো হয়েছিল কালো-হলুদ রঙের বেলুনে। পার্টি চলাকালীন শ্রীলেখা লাইভে আসেন এবং তিনি এমন কিছু মন্তব্য করে বসেনদের রাগ বাড়িয়ে তুলেছে। তাদের অভিযোগ শ্রীলেখা নাকি অশালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছেন। এমনকি নিজের বাবা-মাকে নিয়েও তিনি অশ্লীল মন্তব্য করেছেন!

শ্রীলেখা মন্তব্য করেন, “১৯৭২ এ জন্ম। আমি পঞ্চাশে পা দিলাম। এজ শেমিং করতে চাইলে করো। কিচ্ছু যায় আসে না।” তিনি এও বলেন, ‘‘এজ শেমিং করতে চাইলে করো। তাতে আমার ড্যাশ ছেঁড়া গিয়েছে’’। এমনকি নিজের মেয়ের সঙ্গে তুলনা করেও তিনি বলেন, “আমার মেয়েকে যতগুলো ছেলে দেখবে তার থেকে একটা বেশি ছেলে আমায় দেখবে।” এরপরই তিনি বলেন, ‘‘আমার বাবা-মা তোমাদের বাবা-মা’র আগে বিয়ে করেছে। তাঁরা আগে সেক্স করেছেন তাঁর ফলপ্রসূ আমি জন্মেছি। আমার বয়স নিয়ে কোনও চাপ নেই’’।

শ্রীলেখার শেষের কথাগুলো একেবারেই মানতে পারেননি নেটিজেনরা। তার কথা নিয়ে জোর সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মতে ঔদ্ধত্যের কারণে শালীনতার মাত্রা ভুলে গিয়েছেন শ্রীলেখা। সে সঙ্গে কেউ কেউ বলেন, “এ কেমন মা যে মেয়ের সাথে নিজের তুলনা টানে।” যদিও শ্রীলেখা অবশ্য এসব মন্তব্যের উত্তর দেননি।