‘বছর বদলায় না তোমার বর বদলে যায়’, সোশ্যাল মিডিয়ায় অপমানিত শ্রাবন্তী চট্টোপাধ্যায়

নুসরাত এবং শ্রাবন্তী, টলিউডের (Tollywood) এই দুই অভিনেত্রীকে (Actress) নিয়ে বিতর্কের যেন কোনও অন্ত নেই। টলিউডে বহু অভিনেত্রী থাকতেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সর্বদাই যেন নুসরাত এবং শ্রাবন্তীর (Srabanti Chatterjee) বাস। ব্যক্তিগত জীবন নিয়ে টলিউড অভিনেত্রীদের আক্রমণ নতুন কোনও বিষয় নয়। বিশেষত একাধিকবার বিয়ে করার দরুণ নেটিজেনদের সফট টার্গেট হয়ে রয়েছেন শ্রাবন্তী। তৃতীয় বিয়ে ভেঙে আপাতত চতুর্থবারের মতো প্রেমে পড়েছেন শ্রাবন্তী। তাই রোমান্টিসিজম জাঁকিয়ে ধরেছে তাকে।

   

সম্প্রতি টলিউডের একটি রোমান্টিক গানে ঠোঁট মেলাতে দেখা গেল অভিনেত্রীকে। ‘এগিয়ে দে’ গানে লিপ দিয়েছেন শ্রাবন্তী। তার অন্যান্য পোস্টের মতো এই ইনস্টাগ্রাম রিল ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল হয়েছে। তবে তার থেকেও বেশি ভাইরাল হয়ে গিয়েছে পোস্টের নিচে নেটিজেনদের মন্তব্য। কারণ টলিউড অভিনেত্রীর বারবার সম্পর্কে জড়ানো এবং কিছুদিন যেতে না যেতেই সম্পর্ক ভেঙে যাওয়াটা নেটিজেনদের একাংশের ঠিক পছন্দ নয়।

তিন-তিনবার বিয়ে করেও সুখী নন শ্রাবন্তী। রোশনের সঙ্গে তার দূরত্ব, বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চা, সর্বোপরি অভিরূপ নাগ চৌধুরী নামক জনৈক ব্যবসায়ীর সঙ্গে অভিনেত্রীর বিশেষ বন্ধুত্বটা এককথায় মেনে নিতে পারছেন না অনেকেই। তাইতো জনৈক নেটিজেন কমেন্ট করে বসলেন, “কেউ তোমায় নিয়ে এগোবে না শ্রাবন্তীদি। বিকজ তুমি কাউকেই টিকিয়ে রাখতে পারো না। বছর বদলায় না তোমার একটা করে বর ঠিক বদলে যায়।”

বলা বাহুল্য, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক ক্রমশ নেটিজেনদের একাংশের কাছে তার ভাবমূর্তি খর্ব করে তুলেছে। তাই অভিনেত্রীকে ঘিরে এই ধরনের মন্তব্য হতেই থাকে। তাতে অবশ্য খুব বেশি পাত্তা দেন না শ্রাবন্তী। এর আগে তিনি নিজেই বলেছেন, সমালোচনাকে তিনি কেয়ার করেন না। অতএব প্রেমের সাগরে ভেসে এমন গানের ভিডিও ভবিষ্যতে আবারও পোস্ট করবেন শ্রাবন্তী, নেটিজেনদের একাংশ অবশ্য তেমনটাই মনে করছেন।

২০১৯ সালে মহা ধুমধাম করে শ্রাবন্তী এবং রোশন সিংয়ের বিয়ে হয়েছিল। বিয়ের পর পর তাদের প্রেম দেখে টলিউডের মোস্ট হ্যাপেনিং জুটির তকমা দিয়ে দিয়েছিলেন অনেকেই। তবে বছর যেতে না যেতেই তাদের সম্পর্কের ভাঙ্গনের আঁচ টের পাওয়া গেল। গত বছর পুজোর সময়েই জানা গেল, আবারও ঘর ভেঙেছে শ্রাবন্তীর। রোশনের বাড়ি থেকে বেরিয়ে আলাদা থাকছেন অভিনেত্রী। এই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন শ্রাবন্তী এবং রোশনের সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি কার্যত বিতর্কের আগুনে ঘিয়ের কাজ করতে থাকে।

একে অপরকে উদ্দেশ্য করেই যেন ঠান্ডা লড়াই চলছিল সোশ্যাল মিডিয়ায়। যা থেকে নেটিজেনরা তাদের সম্পর্কের অবনমন প্রসঙ্গে নিশ্চিত হন। যদিও রোশন বিচ্ছেদ চান না। স্ত্রীকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু বেঁকে বসেছেন শ্রাবন্তী। অতএব যেকোনও দিন ভেঙে যেতে পারে তাদের বৈবাহিক সম্পর্ক।