বিয়ের ১৮ বছর পর মা হলেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী, দিলেন সুখবর

মেয়ের বয়স এখন সবে ৫ মাস। একরত্তির মুখ দেখার জন্য ১৮ বছর অপেক্ষা করেছিলেন শিল্পা শাকিলানী (Shilpa Saklani)এবং তার স্বামী অপূর্ব অগ্নিহোত্রী (Apurva Agnihotri)। বিয়ের ১৮ বছর পর মা হয়েছেন শিল্পা। স্বভাবতই তাই এখন দারুণ খুশি হিন্দি সিরিয়ালের (Hindi Mega Serial) জনপ্রিয় এই অভিনেত্রী। মেয়েকে কোলে নিয়েই এখন কাজের দুনিয়াতে ফিরতে চলেছেন তিনি।

ছোট্ট মেয়েকে ঘরে ছেড়ে নিজে বাইরে বেরিয়ে কাজ করতে মোটেই মন মানছিল না মায়ের। শিল্পা তাই এতদিন ধরে সিরিয়ালের প্রস্তাব ফেরাচ্ছিলেন। তার মেয়ের বয়স এখন সবে ৫ মাস। এতটুকু মেয়েকে বাড়িতে রেখে তিনি কীভাবেই বা ঘন্টার পর ঘন্টা শুটিং ফ্লোরে থাকবেন? অবশেষে তার সমস্যা বুঝে ব্যবস্থা করে দেয় সিরিয়ালের প্রযোজনা সংস্থাই।

Shilpa Saklani

অভিনেত্রী যাতে তার মেয়েকে নিয়েই শুটিং ফ্লোরে আসতে পারেন তার জন্য সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রথমে কাস্টিং থেকে তাকে ফোন করা হয়। কিন্তু তিনি অভিনয় করতে রাজি হতেন না মেয়ের কথা ভেবে। এরপর তার কাছে পরপর ফোন আসতেই থাকে। তিনি জানিয়ে দেন তার ছোট বাচ্চা আছে। এই কথা শুনে চ্যানেলের তরফ থেকে তাকে আশ্বস্ত করে বলা হয় বাচ্চাকে নিয়েই তিনি শুটিং সেটে আসতে পারবেন।

শিল্পা জানিয়েছেন এমন প্রস্তাবে তিনি প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন। এরপরেও তিনি প্রস্তাব নাকচ করে দেওয়ার জন্য ১০টি কারণ দেখান। কিন্তু তার সমস্ত শর্ত মেনে নেয় চ্যানেল। আর এরপর তার স্বামী অপূর্বও তাকে কাজে ফেরার পরামর্শ দেন। এক মাস ধরে প্রস্তাব খারিজের পরেও যখন ঈশ্বর এই সুযোগ দিচ্ছেন তখন সেটা ফেরানো উচিত হবে না, শিল্পাকে বুঝিয়েছিলেন অপূর্ব।

Shilpa Saklani

এরপর মেয়েকে নিয়েই শুটিংয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। সেটে এখন তিনি তার সহকারীকে নিয়ে যাচ্ছেন যাতে তিনি তার মেয়ের দেখভাল করতে পারেন। এছাড়া প্রযোজনা সংস্থা থেকেও তিনি নানা সাহায্য পাচ্ছেন। এতে তার বেশ সুবিধা হয়েছে। তিনি তার মেয়ের সঙ্গে থাকতে পারছেন, তার কাছে এটা এখন সব থেকে গুরুত্বপূর্ণ।

Shilpa Saklani

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোতে অভিনেত্রীদের জন্য এমন ব্যবস্থা আগেই চালু হয়েছিল। বাবা-মায়েরা তাদের বাচ্চাকে সেটে নিয়ে আসতে পারেন। নতুন মায়ের পক্ষে এতে কাজে ফেরার বেশ সুবিধা হয়েছে বলে মনে করছেন শিল্পা। ভবিষ্যতে এই আরও নতুন ব্যবস্থা মায়েদের পক্ষে সুবিধাজনক হবে বলে তিনি মনে করছেন।