“বডিগার্ড” তথা “দেহরক্ষী”, পৃথিবীর ইতিহাসে একটি অতি পুরাতন ধারণা। সেই প্রাচীনকালে রাজা-রাজড়ারা যখন দেশ শাসন করতেন তখন থেকেই এই পেশার উদ্ভব হয়। রাজার “দেহরক্ষী”রা নিজের জীবনের বিনিময়ে তাদের প্রভুদের জীবন রক্ষা করতেন। তাদের ধারে কাছেও কোনও বিপদ ঘেঁষতে দিতেন না। আজও সেই ধারা অব্যাহত রয়েছে। প্রশাসনিক অধিকর্তা থেকে শুরু করে সেলিব্রিটিদের রক্ষা করার জন্য তাদের নিজস্ব দেহরক্ষী থাকেন।
ভারতের প্রশাসনিক অধিকর্তাদের সঙ্গে দেহরক্ষী থাকা বাধ্যতামূলক। তাদের জীবন নিয়ে সংশয় সর্বদাই থাকে। তবে বলিউড সেলিব্রিটিরাও কিন্তু সর্বদা নিজেদের সঙ্গে দেহরক্ষী সঙ্গে নিয়ে চলেন। বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে সর্বদা দেহরক্ষী থাকেন। বাইরে সেলিব্রিটিদের উপর “ফ্যান”দের হুমড়ি খেয়ে পড়ার হাত থেকে রক্ষা করেন এই দেহরক্ষীরা।
বলিউডের প্রায় প্রত্যেক অভিনেতার সঙ্গেই দেহরক্ষীরা ছায়ার মত লেগে থাকেন। তবে সেই সেলিব্রিটি যদি হন স্বয়ং বলিউড কিং শাহরুখ খান, তাহলে তাঁর দেহরক্ষীও লাইম লাইটে আসতে বাধ্য। সকলের প্রিয় অভিনেতাকে যিনি সর্বদা আগলে রাখেন, বাইরের সকল আঁচ থেকে রক্ষা করেন, তাঁর নাম রবি সিংহ। বলিউডের বেতাজ বাদশাকে সর্বদা কড়া নিরাপত্তায় মুড়ে রাখেন রবি সিংহ।
জানেন কি কে এই রবি সিংহ? শাহরুখ কেন তাকেই নিজের দেহরক্ষী হিসেবে নির্বাচন করলেন? তিনি বলিউডের কিং খানের দেহরক্ষী! তাঁর মাসিক বেতন কত হতে পারে সে সম্পর্কে কোনও ধারণা আপনার আছে কি? এই সকল প্রশ্নের উত্তর আজ এই প্রতিবেদনেই পাওয়া যাবে।
রবি সিংহ বিগত প্রায় ১০ বছর ধরে শাহরুখকে ছায়ার মত লেগে থেকে তাকে রক্ষা করে চলেছেন। তবে এর আগে রবি আন্তর্জাতিক তারকা, যারা বিদেশ থেকে ভারতের মাটিতে পা রাখতেন তাদের দেহরক্ষী হিসেবে কাজ করতেন। তিনি প্যারিস হিলটনসহ আরও অনেক সেলিব্রিটির দেহরক্ষী হিসেবে কাজ করেছেন। বিগত প্রায় এক দশক ধরে তিনি শাহরুখ খানকে সমস্ত ধরনের থেকে রক্ষা করছেন।
অর্থাৎ বিগত প্রায় এক দশক ধরে শাহরুখের উপর আসা প্রত্যেক বিপদ রবি তাঁর নিজের উপর নিয়ে নেন। বিপদ বলতে “ফ্যান”দের আক্রমণ! শাহরুখের মতো অভিনেতা যার দেশ-বিদেশে কোটি কোটি অনুগামী রয়েছেন তিনি যখন প্রকাশ্য রাস্তা দিয়ে যাবেন তখন তার ওপর মানুষ তো হামলে পড়বেনই। তাই না? এইসব অচেনা-অজানা মানুষের ভিড় থেকে শাহরুখকে সুরক্ষিতভাবে বের করে নিয়ে আসার দায়িত্ব রয়েছে তাঁর হোমরা-চোমড়া দেহরক্ষী রবি সিংহের উপর।
অতএব বুঝতেই পারছেন কত বড় দায়িত্ব পালন করতে হয় রবি সিংহকে। তাই তাঁর বেতনের অংকটাও বেশ ভারী। এবার জানবো শাহরুখ তাঁর দেহরক্ষীকে ঠিক কত টাকা বেতন দেন। বিশিষ্ট সংবাদ মাধ্যম সূত্রে খবর, শাহরুখ খান তার বডিগার্ড রবি সিংহকে বার্ষিক প্রায় ২.৫ কোটি টাকা বেতন দিয়ে থাকেন! বলিউডের আর পাঁচটা সেলিব্রিটির তুলনায় কিং খান তাঁর দেহরক্ষীকে সবথেকে বেশি মাইনে দিয়ে থাকেন।
রবি সিংহ শাহরুখের সঙ্গে সর্বদা ছায়াসঙ্গীর মত লেগে থাকে তাঁর ছোটখাটো প্রতিটি কাজ করে দেন। যেমন ধরুন শাহরুখ হয়তো সিগারেট টেনে বাকি অংশটা রাস্তাতেই ছুঁড়ে ফেলে দিলেন! রবি তখন রাস্তা থেকে সেই সিগারেটের টুকরো তুলে ডাস্টবিনে ফেলে দেবেন। এই ধরনের টুকিটাকি কাজ এবং শাহরুখকে ফ্যানদের হাত থেকে রক্ষা করার বেতন স্বরূপ প্রতিমাসে মোটা অঙ্কের টাকা শাহরুখের থেকে আদায় করেন রবি।
বদলে শাহরুখও যেমন তাকে প্রতিমাসে মোটা অঙ্কের বেতন দেন, তেমনই তাকে পারিবারিক সদস্য হিসেবেও মনে করেন। ঠিক সেই কারণেই শাহরুখের বাড়ির প্রতিটি ছোট বড় অনুষ্ঠানে আর কেউ নিমন্ত্রিত থাকুন কিংবা না থাকুন, রবি উপস্থিত থাকেনই। রবি সিংহ নিজেকে সর্বদা লাইমলাইটের আড়ালে রাখতেই পছন্দ করেন।
আরও পড়ুন : সলমান খানের বডিগার্ড শেরার এক বছরের বেতন সাধারণ ভারতীয়র সারাজীবনের রোজগার
তবে তিনি কিং খানের দেহরক্ষী! তাই কিং খানের সঙ্গে মাঝে মাঝে প্রচারের আলোতে চলে আসেন তিনিও। অতএব বুঝতেই পারছেন ভারতবর্ষে দেহরক্ষীদের চাহিদা কত বেশি? তাই পেশাবদলের কোনও ইচ্ছে থেকে থাকলে একবার এই পেশাগুলি নিয়েও ভাবতে পারেন। অর্থ এবং নামযশ, দুইই আসবে।