বলিউডে বাংলার জয়জয়কার, এই বাঙালি অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হলেন শাহরুখ খান

বলিউডে পা দিতেই শাহরুখের নজরে পড়লেন এই বাঙালি অভিনেতা, প্রশংসায় পঞ্চমুখ বলিউড বাদশা

Shah Rukh Khan Praised About Anirban Bhattacharya`s Acting In Mrs Chatterjee Vs Norway Movie

বর্তমানে বাংলা, হিন্দি, তামিল কিংবা তেলুগু বলে আলাদা করে কোনও বিভাগ নেই বিনোদনের দুনিয়াতে। এই দেশ ভিন্ন ভাষাভাষীর দেশ হতে পারে, কিন্তু এই নতুন প্রজন্মের দর্শকরা প্রায় সব ভাষার কন্টেন্ট পছন্দ করছেন। তেমনি বাংলা থেকেও তারকারা এখন বলিউড এবং দক্ষিণে চুটিয়ে কাজ করে চলেছেন। সেই দলে নাম লিখিয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও (Anirban Bhattacharya)।

শুদ্ধ মুক্তি পেয়েছে রানী মুখার্জি (Rani Mukherjee) ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ছবি ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ (Mrs Chatterjee Vs Norway)। এই ছবির হাত ধরেই বলিউডে (Bollywood) পা রেখেছেন অনির্বাণ। ছবিটি সারা দেশে আলোড়ন ফেলে দিয়েছে। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে রানীর স্বামীর ভূমিকাতে অভিনয় করেছেন অনির্বাণ। অনির্বানের অভিনয় শাহরুখ খানের (Shah Rukh Khan) মন জয় করে নিয়েছে।

MRS CHATTERJEE VS NORWAY

এমনিতে নিজের কাজেই সবসময় দারুণ ব্যস্ত থাকেন শাহরুখ। চার বছর অভিনয় থেকে দূরে থাকার পর এখন আবার জমিয়ে শুটিং শুরু করে দিয়েছেন তিনি। তার মাঝেই সময় বের করে তিনি দেখে ফেললেন “মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে”। প্রিয় বান্ধবীর ছবি বলে কথা, শাহরুখ তাই মিস করেননি। এই ছবিতে রানীর অভিনয়ের প্রশংসা করেছেন বলিউড বাদশা।

ছবিটি দেখার পর আবেগে আপ্লুত হয়ে সোশ্যাল মিডিয়াতে কলম ধরেছিলেন শাহরুখ। তিনি টুইট করে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে ছবির অভিনেতা ও সমগ্র টিমের প্রশংসা করেছেন। রানীর প্রশংসায় তিনি লিখেছেন একেবারে রানীর মতই ছবির কেন্দ্র জুড়েছিলেন তার বান্ধবী। সেই সঙ্গে অনির্বাণের চরিত্রটিও তার নজর কেড়েছে।

MRS CHATTERJEE VS NORWAY

শাহরুখ তাই ছবির প্রশংসা করে লিখেছেন, “মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের পক্ষ থেকে কী অসম্ভব সুন্দর প্রয়াস। মুখ্য চরিত্রে আমার রানী তাক লাগিয়ে দিয়েছে। আক্ষরিক অর্থেই একজন রানী এমনটা করতে পারেন। এরপর তিনি ছবির অন্যান্য সদস্যদের নাম উল্লেখ করেছেন। তাদের মধ্যে অনির্বাণ ভট্টাচার্যের নামও ছিল।

MRS CHATTERJEE VS NORWAY

এই নতুন ছবিটির পরিচালক হলেন অসীম ছিবরে। অনির্বাণকে টুইটে ট্যাগ করে শাহরুখ লিখেছেন, “প্রত্যেকের কাজই দেখার মত। সকলের এই ছবিটি দেখা উচিত।’’ উল্লেখ্য, ‘‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’’ সিনেমাটি আসলে সাগরিকা নামের একজন বাঙালি মায়ের জীবনী অবলম্বনে যার দুই সন্তানকে কেড়ে নিয়েছিল নরওয়ে প্রশাসন। তিনি কীভাবে নিজের দুই সন্তানকে ফিরে পেয়েছিলেন সেই কাহিনী ধরা পড়েছে এই ছবিতে।