এক পয়সা বেশিও নয়, কমও নয়, পারিশ্রমিক শুনেই দীপিকাকে তাড়িয়ে দিলেন বনসালি

অফস্ক্রিন প্রেমের কেমিস্ট্রিকে অনস্ক্রিনে তুলে ধরলে সেই প্রেম বরাবর হিট হতে বাধ্য। এই স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়েই সঞ্জয় লীলা বানসালির (Sanjay Leela Bhansali) মতো পরিচালক দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং রণবীর সিংহকে (Ranveer Singh) নিয়ে একের পর এক ছবি বানিয়েছেন। বলা বাহুল্য, সেই ছবি বরাবর হিট হয়েছে। ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ থেকে শুরু করে ‘‘গোলিও কি রাসলীলা রামলীলা’, রণবীর-দীপিকার জুটি বক্সঅফিসকে বারবার সাফল্য এনে দিয়েছে।

দীপিকা পাড়ুকোন এতদিন সঞ্জয় লীলা বানসালির পছন্দের প্রথম সারির অভিনেত্রীই ছিলেন। বানসালির ছবি মানেই যেন লিড অভিনেত্রী হিসেবে দীপিকার জায়গা সেখানে পাকা। সেই মতো তার আসন্ন ছবি ‘বৈজু বাওরা’তেও (Baiju Bawra) অভিনয়ের জন্য বানসালি তরফ থেকে প্রস্তাব গিয়েছিল দীপিকার কাছে। দীপিকার পাশাপাশি রণবীরও থাকবেন এই ছবিতে। বানসালির হাত ধরে ‘রণ-দীপ’ জুটিকে আরও একবার পর্দায় দেখার উৎসাহ দর্শকের মনেও ঝড় তুলেছিল।

Ranveer Singh Deepika Padukone

   

তবে আচমকাই যেন দর্শকের সব প্রত্যাশা গলে জল হয়ে গেল। নেপথ্যে, সঞ্জয় লীলা বানসালির একটি ঘোষণা। পরিচালক জানিয়ে দিয়েছেন, তার আসন্ন ছবিতে দীপিকাকে রাখা সম্ভব হচ্ছে না। কারণ? দীপিকা নাকি রনবীর সিংয়ের সমান সমান পারিশ্রমিক দাবি করেছেন! তিনি পরিচালককে সাফ জানিয়ে দিয়েছেন, এই ছবিতে অভিনয় করার জন্য রণবীর যা পারিশ্রমিক পাবেন, তাকেও সেই একই পারিশ্রমিক দিতে হবে। এক পয়সা বেশিও নয়, আবার এক পয়সাও কম নেবেন না দীপিকা।

দীপিকার এই দাবির কারণেই নাকি রণবীর-দীপিকার জুটি ভাঙতে চলেছেন বানসালি। তবে দীপিকাকে বাদ দিলেও এই ছবিতে রণবীরের জায়গা কিন্তু এখনও পাকা। উল্লেখ্য, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কিন্তু বরাবর ইন্ডাস্ট্রিতে নারী-পুরুষের সমান অধিকার দাবি করে এসেছেন। একটি ছবিতে নায়কের তুলনায় নায়িকার ভূমিকা এবং তার পরিশ্রম কোনও অংশে কম নয়। তাহলে শুধুমাত্র মহিলা হওয়ার কারণে নায়িকাদের কম পারিশ্রমিক দেওয়া হবে কেন? প্রশ্ন তুলতে দ্বিধা করেননি দীপিকা।

এই ছবিতে অভিনয় করার জন্য রনবীর সিং নাকি ৫০ কোটি টাকা দাবি করেছেন! এখন দীপিকার দাবি মতো যদি তাকেও সমান পারিশ্রমিকই দিতে হয়, তাহলে বানসালির বাজেট হয়ে যাবে আকাশছোঁয়া। এমনিতেই বানসালির প্রোডাকশন মানেই ছবিতে ঝাঁ-চকচকে ব্যাপার থাকতে বাধ্য। ছবি বানাতে প্রচুর অর্থ খরচ করেন বানসালি। সেই কারণবশতই আপাতত দীপিকাকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।

উল্লেখ্য, সঞ্জয় লীলা বানশালী পরিচালিত এবং প্রযোজিত ‘বৈজু বাওরা’ ছবিটির গল্প ইতিহাস নির্ভর। ঐতিহাসিক তথ্য অনুসারে, মুঘল বাদশাহ আকবরের সময়কার সুর-সম্রাট তানসেনকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন ‘বৈজু’। ১৯৫২ সালে ভারত ভূষণ এবং মীনা কুমারীর অভিনীত ক্লাসিক ছবি ‘বৈজু বাওরা’র রিমেক হিসেবে বানসালির হাত ধরে এই ছবি তৈরি হবে। আসল ছবিটি তৎকালীন সময়ে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল।