বলিউড ইন্ডাস্ট্রির হার্টথ্রব সালমান খান (Salman Khan) আজ নিজের জীবনের ৫৪ টি বসন্ত পার করে গেলেন। ৫৫ তে পা রাখলেন দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলার।কিন্তু ৫৫ বছরেও ব্যাচেলার কেন তিনি? প্রত্যেক ভারতীয় সিনে দর্শকদের মনে একটাই প্রশ্ন উকি দিচ্ছে বিগত অনেক বছর ধরেই। এমনটা কিন্তু মোটেই নয় যে তার জীবনে প্রেম আসেনি। ঐশ্বর্য্য রাই থেকে ক্যাটরিনা কেইফ, অনেকের সাথেই নাম জড়িয়েছে তার। কিন্তু শেষপর্যন্ত বিয়ের পিড়িতে বসেননি তিনি।
তিনি কেন বিয়ে করেননি, সেই প্রসঙ্গ তুলে কম জল্পনা হয়নি। একবার ভাইজান নিজেই নিজের মুখে স্বীকার করেছিলেন বলিউডের এক অভিনেত্রীর জন্যই নাকি বিয়ে করেননি তিনি। তার নামও বলেছিলেন সবার সামনে। না, তবে ঐশ্বর্য্য বা ক্যাটরিনা নয়।তিনি হলেন বলিউডের এভারগ্রীন সুন্দরী যাকে দেখলেই আজও উত্তাল হয় ভারতীয় পুরুষদের মন। তিনি আর কেউ নন, রেখা (Rekha)।
সালমান খান বিগ বস ৮-এর মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে রেখার জন্যই আজও অবিবাহিত তিনি। সেবার সুপার নানি’র প্রচারে বিগ বসের সেটে হাজির হয়েছিলেন তিনি।সালমান খান তখন জানান কিশোর থাকাকালীন বন্ধুদের সাথে সারা রাত পার্টি করে ব্যান্ডস্ট্যান্ডের পাঁচিলেই ঘুমিয়ে পড়তেন তিনি যাতে ভোর বেলায় মর্নিং ওয়াকে দেখতে পান রেখাকে।
এক্ষেত্রে উল্লেখ্য যে সালমান খান এবং রেখা দুজনেই মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ডের বাসিন্দা। সাল্লু ভাই আরও জানান রেখাকে দেখার জন্য রেখার যোগা ক্লাসেও যোগ দিয়েছিলেন তিনি।
সাল্লু ভাই জানান যে সেই সময় যোগ ব্যায়ামের সাথে কোনও সম্পর্ক ছিলনা তার, কিন্তু শুধুমাত্র রেখাজি সেখানে যোগা করতেন বলেই তিনি তার বন্ধুদের সাথে সেখানে হাজির হয়ে যেতেন।রেখাও এই কথা স্বীকার করে বলেন যে সালমান খান নাকি ৫-৬ বছর বয়স থেকেই সাইকেল নিয়ে ধাওয়া করতেন রেখার পেছনে। হাসতে হাসতে রেখা বলেছিলেন ‘ও তো বুঝতেও পারেনি যে ওই বয়সে আমার প্রেমে পড়েছিল ও’।
রেখা আরও বলেন, পরিবারেও নাকি নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন সালমান খান।ছোট থেকেই তিনি বাড়িয়ে মা বাবাকে বলতেন বড় হলে রেখাকেই বিয়ে করবেন তিনি।এই কথার পরেই সঙ্গে সঙ্গে সালমান খান বলেন যে এই জন্যই এ জীবনে তার আর বিয়ে হলোনা।
প্রসঙ্গত উল্লেখ্য, সালমান খানের সুপারস্টার হয়ে ওঠার সফর শুরু হয় রেখার সাথেই। প্রথম ছবি ‘বিবি হো তো এয়সি’র নায়িকার ভূমিকায় ছিলেন রেখা। সালমান খান অভিনয় করেছিলেন তার দেওরের ভূমিকায়।