নতুন বসন্ত এসেছে অভিনেত্রী শ্রাবন্তি চ্যাটার্জীর (Srabanti Chatterjee) প্রাক্তন স্বামীর জীবনে। তবে সেই বসন্তের দায়ও প্রাক্তন স্ত্রীর ওপরেই চাপালেন রোশন সিং (Roshan Singh)। তার ইনস্টাগ্রাম স্টোরিতে অন্তত সেরকমই ইঙ্গিত প্রকাশ পাচ্ছে।
এখনও পর্যন্ত আইনি বিচ্ছেদ না হলেও বহুদিন ধরেই আলাদা আছেন শ্রাবন্তী এবং তার তৃতীয় স্বামী রোশন সিং। বিচ্ছেদ যত স্পষ্ট হয়েছে ততই তীব্র হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া ওয়ার। সোশ্যাল মিডিয়ায় একে ওপরের প্রতি ইঙ্গিতপূর্ণ কটাক্ষ ছুড়ে দিচ্ছিলেন।
তবে কোনও তৃতীয় ব্যাক্তির কথা তখনও বলেননি কেউই। কিন্তু এবার ইঙ্গিত মিলছে, নতুন বসন্ত এসেছে রোশন সিং এর জীবনে। তবে নতুন বসন্তের কারণ কিন্তু পুরোনো দাম্পত্যই।
এইদিন নিজের গাড়িতে বসে এক মুখ হাসি নিয়ে রোম্যান্টিক মুডে ছবি পোস্ট করলেন রোশন সিং। ছবির থেকেও বেশি নেট নাগরিকদের নজর কেড়েছে ছবির ক্যাপশন। ক্যাপশনে রোশন সিং লিখেছেন ‘মেয়েরাই পুরুষের জীবনে দ্বিতীয় সঙ্গিনী আসার সুযোগ করে দেয়।’ তাহলে কি সত্যিই নতুন সঙ্গিনী এলো রোশন সিং এর জীবনে?
যদিও এর আগে বহুবার তার প্রাক্তন স্ত্রীকে ইঙ্গিতপূর্ণ ভাবে কটাক্ষ করেছেন রোশন সিং। কখনও সেইসব কটাক্ষে প্রকাশ পেয়েছে তার অভিমান, দুঃখ এবং কখনও প্রকাশ পেয়েছে রাগ বা ফিরে পাওয়ার আশা।
View this post on Instagram
এবার তার পোস্ট থেকে প্রকাশ পাচ্ছে নতুন সঙ্গিনীর আগমনের কথা। তাহলে কি বসন্তের মরসুমেই জীবনে নতুন বসন্ত এল শ্রাবন্তীর প্রক্তনের?আপাতত এই পোস্ট নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়
আরও পড়ুন : পরপুরুষের সঙ্গে বিছানায় গেলে সেই স্ত্রীকে ছেড়ে দেওয়া উচিত, শ্রাবন্তীকে খোঁচা রোশনের