ভারতে করোনায় সুস্থতার হারে কোন রাজ্য এগিয়ে? দেখে নিন তালিকা

দেশজুড়ে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে এই অবস্থাতেও আশার আলো দেখাচ্ছে সুস্থতার পরিসংখ্যান। যত দিন যাচ্ছে ততই বাড়ছে সুস্থতার হার। বর্তমানে দেশে সুস্থতার হার প্রায় ৭০% ( ৬৯.৩৩%)। কিন্তু দেশ জুড়ে সব রাজ্যে সুস্থতার হার একরকম নয় বরং এক একটি অঞ্চলে এক এক রকম। কোনো রাজ্যে এই হার বেশ ভালো আবার কোনো রাজ্যে এখনও অবস্থা সংকটজনক। একবার এক নজরে দেখে নেওয়া যাক সোমবার সকালের পর সুস্থতার এই পরিসংখ্যান।

১) দিল্লি

আক্রান্ত- ১,৪৫,৪২৭

সুস্থতার হার- ৮৯.৭৯%

২) হরিয়ানা

আক্রান্ত- ৪১,৬৩৫

সুস্থতার হার- ৮৩.৫৩%

৩) তামিলনাড়ু

আক্রান্ত- ২,৯৬,৯০১

সুস্থতার হার- ৮০.৩৭%

৪) গুজরাত

আক্রান্ত- ৭১,০৬৪

সুস্থতার হার- ৭৬.৩২%

৫) মধ্যপ্রদেশ

আক্রান্ত- ৩৯,০২৫

সুস্থতার হার- ৭৪.৩৬%

৬) ছত্তীসগঢ়

আক্রান্ত- ১২,১৪৮

সুস্থতার হার- ৭২.৫১%

৭) লাদাখ

আক্রান্ত- ১,৬৮৮

সুস্থতার হার- ৭২.৩৯%

৮) রাজস্থান

আক্রান্ত- ৫৩,০৯৫

সুস্থতার হার- ৭২.২৩%

৯) অসম

আক্রান্ত- ৫৮,৮৩৮

সুস্থতার হার- ৭১.৯৩%

১০) দাদরা ও দমন দিউ

আক্রান্ত- ১,৫৫৫

সুস্থতার হার- ৭১.৮৩%

১১) তেলঙ্গানা

আক্রান্ত- ৮০,৭৫১

সুস্থতার হার- ৭১.৩১%

১২) পশ্চিমবঙ্গ

আক্রান্ত- ৯৫,৫৫৪

সুস্থতার হার- ৭০.২৪%

১৩) গোয়া

আক্রান্ত- ৮,৭১২

সুস্থতার হার- ৬৮.৮১%

১৪) অরুণাচল প্রদেশ

আক্রান্ত- ২,১৫৫

সুস্থতার হার- ৬৮.৭৭%

১৫) জম্মু-কাশ্মীর

আক্রান্ত- ২৪,৮৯৭

সুস্থতার হার- ৬৮.২৯%

১৬) মহারাষ্ট্র

আক্রান্ত- ৫,১৫,৩৩২

সুস্থতার হার- ৬৮.২৪%

১৭) ত্রিপুরা

আক্রান্ত- ৬,১৬১

সুস্থতার হার- ৬৭.৭৮%

১৮) ওড়িশা

আক্রান্ত- ৪৭,৪৫৫

সুস্থতার হার- ৬৬.৯৭%

১৯) হিমাচল প্রদেশ

আক্রান্ত- ৩,৩৭১

সুস্থতার হার- ৬৪.৬৯%

২০) বিহার

আক্রান্ত- ৭৯,৭২০

সুস্থতার হার- ৬৪.৩৬%

২১) পঞ্জাব

আক্রান্ত- ২৩,৯০৩

সুস্থতার হার- ৬৪.০৮%

২২) উত্তরাখণ্ড

আক্রান্ত- ৯,৬৩২

সুস্থতার হার- ৬৩.৬৮%

২৩) কেরল

আক্রান্ত- ৩৪,৩৩১

সুস্থতার হার- ৬৩.৫৯%

২৪) অন্ধ্রপ্রদেশ

আক্রান্ত- ২,২৭,৮৬০

সুস্থতার হার- ৬০.৮৭%

২৫) চণ্ডীগড়

আক্রান্ত- ১,৫১৫

সুস্থতার হার- ৫৯.৬৭%

২৬) পুদুচেরি

আক্রান্ত- ৫,৩৮২

সুস্থতার হার- ৫৯.৪৭%

২৭) উত্তরপ্রদেশ

আক্রান্ত- ১,২২,৬০৯

সুস্থতার হার- ৫৯.২৩%

২৮) সিকিম

আক্রান্ত- ৮৬৬

সুস্থতার হার- ৫৭.৩৯%

২৯) মণিপুর

আক্রান্ত- ৩,৭৫৩

সুস্থতার হার- ৫৪.২৩%

৩০) কর্নাটক

আক্রান্ত- ১,৭৮,০৮৭

সুস্থতার হার- ৫২.৭৩%

৩১) ঝাড়খণ্ড

আক্রান্ত- ১৮,১৫৬

সুস্থতার হার- ৪৯.৫৫%

৩২) মিজোরাম

আক্রান্ত- ৬২০

সুস্থতার হার- ৪৮.০৬%

৩৩) মেঘালয়

আক্রান্ত- ১,০৬২

সুস্থতার হার- ৪৬.১৩%

৩৪) আন্দামান

আক্রান্ত- ১,৪৯০

সুস্থতার হার- ৪৩.৯০%

৩৫) নাগাল্যান্ড

আক্রান্ত- ২,৭৮১

সুস্থতার হার- ৩২.৫০%