সৌন্দর্য্যে আলিয়াকেও ছাপিয়ে গিয়েছেন, দেখুন আসল মাফিয়া রানী গঙ্গুবাইয়ের ছবি

সৌন্দর্য্যে আলিয়াকেও ১০ গোল দেবেন আসল গঙ্গুবাই! দেখুন মাফিয়া রানীর আসল ছবি

Not Just 'Gangubai Kathiawadi', 7 Other Stories By Hussain Zaidi That Were Turned Into Movies & Series

যেভাবে দিন দিন দক্ষিণী সিনেমার দাপট বাড়ছে তাতে ভারতীয় সিনেমাতে বলিউড (Bollywood) অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। তবে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র (Gangubai Kathiawadi) মত ছবির হাত ধরে আবারও ছন্দে ফিরছে বলিউড। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জন্য এই ছবিটি তার কেরিয়ারের মাইলস্টোন। আলিয়া একাই ছবিটিকে নেতৃত্ব দিয়েছেন। সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় আপাদমস্তক গঙ্গুবাই হয়ে উঠেছিলেন তিনি।

এই ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই আসল মাফিয়া রানীর সম্পর্কে জানার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন দর্শকরা। বক্স অফিসে তার স্পষ্ট প্রভাব ধরা পড়েছে। মাত্র ১৬ বছর বয়সে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন গঙ্গা। যাকে বিশ্বাস করে সবকিছু পেছনে ফেলে এসেছিলেন, তার সেই প্রেমিকই তাকে ৫০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেয় নিষিদ্ধ পল্লীতে। তারপর গঙ্গা হয়ে ওঠেন গঙ্গুবাই।

Here's how much Alia Bhatt and others charged for the Gangubai Kathiawadi

জীবনের কঠিনতম পরিস্থিতির মুখোমুখি হয়েও কখনও পিছিয়ে আসেননি গঙ্গা। পরিস্থিতির চাপে বেশ্যার পেশা মেনে নিতে বাধ্য হলেও কেউ তাকে দমিয়ে রাখতে পারেনি। গঙ্গা থেকে গঙ্গুবাইয়ের জন্ম হয়েছিল মুম্বাইয়ের কামাঠিপুরাতে রাজত্ব করার জন্য। জীবনের শেষ দিন পর্যন্ত দাপটের সঙ্গে বেঁচেছেন তিনি। ধীরে ধীরে মুম্বাইয়ের মাফিয়া কুইন হয়ে আন্ডারওয়ার্ল্ডকেই নিজের কুক্ষিগত করে ফেলেন।

গঙ্গুবাইয়ের সাজে আলিয়াকে দেখে দর্শকরা তার দারুণ প্রশংসা করেছেন। বাস্তবের মাফিয়া রানীকে দেখার জন্যে উদগ্রীব দর্শকরা। সোশ্যাল মিডিয়াতে আসল গঙ্গুবাইয়ের বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে। আসল গঙ্গুবাইয়ের ছবি দেখে তাঁর সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা। নেটিজেনরা প্রশংসা করে বলছেন ক্যামেরার সামনে আলিয়াকে যতটা গ্ল্যামারাস দেখানো হয়েছে, বাস্তবে পুরনো ছবিতে গঙ্গুবাইয়ের গ্ল্যামার আরও বেশি উপচে পড়ছে!

Real Vs. Reel Images Of Characters And Places Showcased In 'Gangubai Kathiawadi'

গঙ্গুবাইয়ের ছেলেও তার মায়ের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। বাস্তবের গঙ্গুবাই এত সুন্দরী যে তার থেকে চোখ ফেরানো যায় না। নেটিজেনরা তাই তার সৌন্দর্য্যের প্রশংসায় পঞ্চমুখ। একইসঙ্গে ব্যক্তিত্বের দিক থেকেও তিনি অতুলনীয়। যে সমাজ নারীত্বের অসম্মান করে তার মাথা নুইয়ে দিতে চেয়েছিল, তিনি সেই সমাজের থেকে নিষিদ্ধ পল্লীর যৌনকর্মী এবং তাদের ছেলেমেয়েদের অধিকার ছিনিয়ে নিয়েছিলেন।