ছেঁড়া নোট বদলের ক্ষেত্রে RBI এর নয়া ফরমান জানা আছে?

রোজ রোজ নতুন নিয়মের বেড়াজালে সাধারণ মানুষ। কিন্তু নিয়ম যখন তৈরি হয় তখন মানুষকে তা তো শুনতেই হয়। কারণ এই নিয়ম যে আমার আপনার সকলের জন্যই গুরুত্বপূর্ণ। কারন এই নিয়ম যে আমাদের টাকাকে নিয়ে। অনেকেই হয়তো জানেন না এইসব কাটা নোট ব্যাংকে গিয়ে কোনরকম ঝঞ্ঝাট ছাড়াই নতুন ভালো একই মূল্যের নোটে বদলে ফেলা যায়। আর তাই এইসব ছেড়া বা কাটা নোট নিয়ে অহেতুক চিন্তা যতই হোক  আপনি কিন্তু একটু সচেষ্ট হলেই আপনি ফিরে পেতে পারেন আপনার কাটা নোটের পুনর্জীবন।

কিন্তু বর্তমানে আমাদের কাছে যে নিয়ম ছিল কাটা বা ছেঁড়া নোট বদলানোর ক্ষেত্রে ,অতি সম্প্রতি রিজার্ভ ব্যাংক একটি নতুন নির্দেশিকা জারি করে তার ক্ষেত্রে বেশ কিছু বদল এনেছে। আসুন জেনে নি সেইসব নতুন নিয়ম।

ছেঁড়া নোট বদলের ক্ষেত্রে RBI এর নয়া ফরমান জানা আছে?

মহাত্মা গান্ধী সিরিজের ৫, ১০, ২০, ৫০, ১০০, ও ৫০০ টাকার নোটের ক্ষেত্রে কাটা বা ছেঁড়া  নোটের ব্যাংক পরিবর্তনের ক্ষেত্রে নির্দেশিকা আগে থেকেই জারি করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। কিন্তু সমস্যা হচ্ছিল মহাত্মা গান্ধী সিরিজের ২০০০ টাকা, ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০টাকা, ৫০টাকা, ১০টাকাকে কেন্দ্র করে। এই নতুন প্রবর্তিত নোটের ক্ষেত্রে কোন নির্দেশিকা রিজার্ভ ব্যাংক এতদিন জারি করে নি। তাই সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষদের দুশ্চিন্তা ছিল এতদিন ধরেই। তাই মানুষের এই অসুবিধা দূর করার জন্য রিজার্ভ ব্যাংক যে নির্দেশিকা জারি করেছে তাতে এইসব নোটের ক্ষেত্রেও কাটা, ছেঁড়া নোট বদলানোর ক্ষেত্রে নতুন নিয়ম উল্লেখ করা হয়েছে।

ছেঁড়া নোট বদলের ক্ষেত্রে RBI এর নয়া ফরমান জানা আছে?

এই নতুন নিয়ম অনুযায়ী কাটা বা ছেঁড়া ২০০০টাকা নোটের ক্ষেত্রে যদি ছিঁড়ে যাওয়া অংশের বড় অংশের মোট ক্ষেত্রফল ৮৮ বর্গ সেমি হয়ে থাকে, তাহলেই ব্যাংক তাকে সম্পুর্ন নতুন ২০০০টাকা মূল্যের নোট দেবে।

যদি ছেড়া বা কাটা নোটের বড় অংশের ক্ষেত্রফল ৪৪বর্গ সেমি হয়ে থাকে তাহলে ২০০০টাকার অর্ধেক মূল্য অর্থাৎ ১০০০টাকার মূল্যের নোট ব্যাংক তাকে ফেরত দেবে।

ছেঁড়া নোট বদলের ক্ষেত্রে RBI এর নয়া ফরমান জানা আছে?

এই প্রসঙ্গে জেনে নেওয়া দরকার যে একটি ২০০০টাকার সম্পুর্ন নোটের ক্ষেত্রফল ১০৯.৫৬বর্গ সেমি। 

গান্ধী সিরিজের ৫০০টাকার নতুন সব নোটের ক্ষেত্রে যদি ছেঁড়া নোটের বড় অংশের ক্ষেত্রফল ৮০বর্গ সেমি হয়ে থাকে তাহলে সম্পুর্ন মূল্য ব্যাংক ফেরত দেবে।

ছেঁড়া নোট বদলের ক্ষেত্রে RBI এর নয়া ফরমান জানা আছে?

আর যদি ৪০ বর্গ সেমি হয় বড় ছেঁড়া অংশের ক্ষেত্রফল তাহলে অর্ধেক মূল্য ফেরত দেওয়া হবে। মূল ৫০০টাকার নোটের মোট ক্ষেত্রফল ৯৯বর্গ সেমি।

ছেঁড়া নোট বদলের ক্ষেত্রে RBI এর নয়া ফরমান জানা আছে?

ঠিক তেমনই ২০০টাকার নোটের ক্ষেতে কাটা বা ছেঁড়া নোটের বড় অংশের ক্ষেত্রফল ৭৮বর্গ সেমি হলে ব্যাংক সম্পুর্ন নতুন ২০০টাকার মূল্যের নোট ফেরত দেওয়া হবে।আর তা যদি  ছেঁড়া বা কাটা বড় অংশের ক্ষেত্রফল ৩৯বর্গ সেমি হয়ে থাকে তাহলে ২০০টাকার নোটের অর্ধেক মূল্য অর্থাৎ ১০০টাকার মূল্য ফেরত দেওয়া হবে।নতুন ২০০টাকার নোটের মোট ক্ষেত্রফল ৯৬.৩৬বর্গ কিমি

ছেঁড়া নোট বদলের ক্ষেত্রে RBI এর নয়া ফরমান জানা আছে?

নতুন গান্ধী সিরিজের ১০০টাকার নোটের ক্ষেত্রে যদি ছেঁড়া বা কাটা বড় অংশের ক্ষেত্রফল আসল নোটের ৭৫বর্গ সেমি হয়ে থাকে তাহলে পুরো নোটের মূল্যের টাকা ফেরত পাবেন আর ছেড়া নোটের বড় অংশের ক্ষেত্রফল মূল নোটের ৩৮বর্গ সেমি হয় তাহলে অর্ধেক মূল্য অর্থাৎ  ৫০টাকা দেওয়া হবে।গান্ধী সিরিজের নতুন নোটের মোট ক্ষেত্রফল ৯৩.৭২বর্গ সেমি।

পুরানো ১০০টাকার নোটের ক্ষেত্রে বড় ছেড়া অংশের ক্ষেত্রফল ৯২বর্গ সেমি হলে পুরো টাকা ফেরত দেওয়া হবে আর ৪৬বর্গ সেমি হলে অর্ধেক টাকা দেওয়া হবে।

নতুন গান্ধী সিরিজের ৫০ টাকার নোটের ক্ষেত্রে যদি ছেড়া বা কাটা বড় অংশের ক্ষেত্রফল মূল নোটের ৭২% হয় তাহলে মূল নোটের পুরো অংশই ব্যাংক ফেরত দেবে। কিন্তু যদি ছেড়া নোটের বড় অংশের ক্ষেত্রফল মূল নোটের  ৩৬% হয় তাহলে মূল নোটের অর্ধেক মূল্য দেওয়া হবে।

আপনার কাছে কি ছেঁড়া নোট আছে? তাহলে এই প্রতিবেদটি পড়তেই হবে

পুরানো গান্ধী সিরিজের ৫০টাকার নোটের ক্ষেত্রে কাটা নোটের বড় অংশের ক্ষেত্রফল যদি ৮৬বর্গ সেমি হয় তাহলে পুরো টাকা ফেরত দেওয়া হবে এবং ৪৩বর্গ সেমি হলে অর্ধেক মূল্য দেওয়া হবে।

গান্ধী সিরিজের নতুন ২০টাকার ক্ষেত্রে যদি ছিঁড়ে যাওয়া বড় অংশের ক্ষেত্রফল ৪১বর্গ সেমি হয় তাহলেই পুরো মূল্যের টাকা ফেরত দেওয়া হবে।একটি নতুন ২০টাকার নোটের মোট ক্ষেত্রফল ৮১ .২৭বর্গ সেমি। পুরানো ২০টাকার নোটের ক্ষেত্রে এই ছেঁড়া অংশের ক্ষেত্রফল ৪৭বর্গ সেমি হতে হবে ,তবেই সম্পুর্ন মূল্যের টাকা ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন : আপনার কাছে ছেঁড়া, ফাটা নোট আছে? জেনে নিন কীভাবে পরিবর্তন করবেন

আপনার কাছে কি ছেঁড়া নোট আছে? তাহলে এই প্রতিবেদটি পড়তেই হবে

১০টাকা সিরিজের নতুন গান্ধী নোটের ক্ষেত্রে ছিঁড়ে যাওয়া বড় অংশের ক্ষেত্রফল ৩৯বর্গসেমি হলে তবেই সম্পুর্ন মূল্যের টাকা ফেরত দেওয়া হবে।নতুন ১০টাকার নোটের মোট ক্ষেত্রফল ৭৭.৪৯বর্গ সেমি।পুরানো ১০টাকার নোটের ক্ষেত্রে এই ছেড়া অংশের ক্ষেত্রফল ৪৪বর্গ সেমি হলেই তবে সম্পুর্ন মূল্যের টাকা ফেরত দেওয়া হবে।

৫টাকার নোটের ক্ষেত্রে এই ছেড়া অংশের ক্ষেত্রফল ৩৭বর্গ সেমি হলে তবেই সম্পুর্ন মূল্যের নোট বা কয়েন ফেরত দেওয়া হবে।  ২টাকার নোটের ক্ষেত্রে এই ছেঁড়া অংশের ক্ষেত্রফল ৩৪বর্গ সেমি হলে তবেই তার সম মূল্যের টাকা ফেরত দেওয়া হবে। আর ১টাকার নোটের ক্ষেত্রে এই ছিঁড়ে যাওয়া অংশের ক্ষেত্রফল  হবে ৩১বর্গ সেমি।