এই বাঙালি নায়িকার প্রেমে পড়ে নিজের স্ত্রীকে ছেড়ে দিতে চেয়েছিলেন গোবিন্দা

ঘরে বউ থাকতেও পরকীয়া, এই বাঙালি নায়িকার জন্য নিজের স্ত্রীকেও ছাড়তে চেয়েছিলেন গোবিন্দা

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে তারকাদের মধ্যে সম্পর্ক ভাঙ্গা-গড়া লেগেই থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একসঙ্গে একই ছবিতে অভিনয় করতে করতে পর্দার প্রেম বাস্তবেও গড়িয়ে যায়। বলিউড সুপারস্টার গোবিন্দা (Govinda) -ও তার একাধিক সুপারহিট ছবির নায়িকাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলে জানা যায়।

গোবিন্দা যখন তার কেরিয়ারে সাফল্যের শিখরে ছিলেন, তখনই তিনি তার মায়ের আদেশমত বিয়ে করেন মায়ের পছন্দ করা পাত্রী সুনিতা আহুজা (Sunita Ahuja) -কে। যদিও বিয়ের খবরটা তিনি এক বছর পর্যন্ত চেপে রেখেছিলেন যাতে তার স্টারডম না নষ্ট হয়ে যায়। তবে বিয়ের পরেও তিনি বলিউড নায়িকাদের সঙ্গে গোপনে প্রেম চালিয়ে যাচ্ছিলেন।

Rani Mukherjee and Govinda

গোবিন্দার বহুল চর্চিত প্রেমিকাদের নামের মাঝে রানী মুখার্জী (Rani Mukerji) -ও আছেন। গোবিন্দার সঙ্গে রানীর সম্পর্ক এতটাই গভীর ছিল যে একসময় নাকি তিনি তার নিজের বিবাহিতা স্ত্রীকেও ছেড়ে দিতে চেয়েছিলেন। এমনকি রানী ও গোবিন্দাকে একসঙ্গে একই হোটেল রুমের মধ্যে হাতেনাতে ধরে ফেলেছিলেন তার স্ত্রী সুনিতা।

গোবিন্দা এবং রানী একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছিলেন। বিভিন্ন রোমান্টিক কমেডি ছবিতে তাদের দুটি বেশ জনপ্রিয় হয়েছিল দর্শকদের কাছে। তার মধ্যে উল্লেখযোগ্য ‘হাদ কার দি আপনে’, ’পেয়ার দিওয়ানা হোতা হে’ এর মত কিছু উল্লেখযোগ্য ছবি। এই ছবিগুলিতে অভিনয় করতে করতেই তারা বাস্তবে একে অপরের খুব কাছে চলে আসেন।

RANI MUKERJI AND GOVINDA

কিন্তু সুনিতা যখন তার স্বামীর কীর্তির কথা জানতে পারেন তখন তিনি সেটা মেনে নিতে পারেননি। ততদিনে গোবিন্দা এবং সুনিতার দুই সন্তান হয়ে গিয়েছে। এদিকে স্বামীর পরকীয়ার খবর জেনে সুনিতা খুবই বিরক্ত হয়েছিলেন। তিনি সরাসরি বাচ্চাদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিতে থাকেন গোবিন্দাকে।

GOVINDA AND SUNITA

আরও পড়ুন : ঘরে বউ, বাইরে প্রেমিকা, দুজনকেই ঠকাচ্ছিলেন, হাতেনাতে ধরা পড়তেই চরম দুর্দশা হয় গোবিন্দার

পরে গোবিন্দা যখন বোঝেন তার সংসার ভাঙতে বসেছে তখন তিনি শুধরে যান। এরপর রানীর সঙ্গে আর সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাননি গোবিন্দা। এমনকি গোবিন্দা ও রানীর জুটিটাই ভেঙ্গে যায়। দুজনে আর একসঙ্গে অভিনয় করতেন না। গোবিন্দা এরপর সংসারে মন দেন এবং সুনিতার সঙ্গে সুখে সংসার করতে থাকেন।

আরও পড়ুন : বিয়ের পর শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারেননি, রানীকে পুত্রবধূ হিসেবে মেনে নেননি আদিত্যর পরিবার