জন্মের পর থেকেই যেন টলি টাউনের রাজপুত্র রাজ (Raj Chakraborty) -শুভশ্রীর (Subhashree Chakraborty) ছেলে ইউভান (Yuvan)। টলিউডের স্টার কিডদের মধ্যে ইউভানই (Yuvaan Chakraborty) এখন নজর কাড়ছে সকলের।এই একরত্তি ছেলের বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার সকালে আবারও তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নজর কেড়েছে সবার।
কিছুদিন আগেই ‘হ্যান্ডসাম বয়’ ইউভানকে, রাজ তাঁর অফিসে অর্থাৎ রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডে নিয়ে গিয়েছিলেন। নিজের চেয়ারে ছেলেকে বসিয়ে ছবিও পোস্ট করেছিলেন তিনি। ক্যাপশন লিখেছিলেন, “নতুন বস, ইউভান চক্রবর্তী! আমি খুব শান্তি পেলাম এবার। ও সমস্ত কিছুর খেয়াল রাখবে..” সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে একদম খোশমেজাজে দেখা গেছে টলি রাজপুত্তুরকে।ছাই রঙা পেঙ্গুইন প্রিন্টের জামা আর হলুদ রঙা প্যান্ট পড়ে যেন উইকেন্ডের পুরো মজা নিচ্ছে সে।এক মুখ হাসি নিয়ে প্যারামবুলেটরে খেলছে সে। বাবা রাজ্য চক্রবর্তীকে মাঝেমধ্যে সারা দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করছে ক্ষুদে।
ক্যামেরা নিয়ে যখন তার ভিডিও রেকর্ড করা হচ্ছে তখন ক্যামেরার দিকে তাকিয়ে যেন পোজ দিচ্ছে ছোট্ট ইউভান।তার এই মিষ্টি ভিডিও নেট নাগরিকদের নজর কেড়েছে।ছুটির সকালে সেজে গুজে সবার আদর কুড়ানোর জন্য এক্কেবারে খোশমেজাজে হাজির হয়ে গেছে সে।
View this post on Instagram
কিছুদিন আগেও ভাইরাল হয়েছিল তার ভিডিও যখন রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডে নিয়ে গিয়েছিলেন তাকে।ছেলেকে চেয়ারে বসিয়ে ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছিলেন “নতুন বস, ইউভান চক্রবর্তী! আমি খুব শান্তি পেলাম এবার। ও সমস্ত কিছুর খেয়াল রাখবে..”।এবার তার নতুন ভিডিওতেও তাকে আদরে ভরিয়ে দিলেন তারকা থেকে নেট নাগরিক সকলে।