লাইন দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ! চালু হল রেলের নতুন পরিষেবা

টিকিট কাউন্টারের বাইরের লাইন দেওয়ার দিন শেষ। রেলের অসংরক্ষিত কামরার টিকিট এবার অনলাইনেই।রেলের অসংরক্ষিত কামরার টিকিট এবার অনলাইনেই। ১ নভেম্বর থেকে ভারতীয় রেলের UTS  অ্যাপের মাধ্যমেই কাটা যাবে লোকাল ট্রেনের টিকিট। মঙ্গলবার টুইট করে রেলমন্ত্রী পীযূস গোয়েল জানান, আগামী ১ নভেম্বর থেকে গোটা দেশে লোকাল ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে কাটা যাবে। এর ফলে সাধারণ মানুষকে টিকিট কাউন্টারের সামনে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। লাইন দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ! চালু হল রেলের নতুন পরিষেবা

লাইন দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ! চালু হল রেলের নতুন পরিষেবা

‘‌UTS’‌ অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারবেন গ্রাহকরা। চার বছর আগেই এই সুবিধাটি চালু করেছিল রেল। কিন্তু মুম্বাই ছাড়া সেরকম সফল হয়নি। আপাতত রেলের প্রায় ১৫টি জোনে এই অ্যাপের মাধ্যমে টিকিট কেনার পরিষেবা চালু রয়েছে। কিন্তু তা কেবল দূরপাল্লার ট্রেনের জন্য। তবে আগামিদিনে লোকাল ট্রেনে এই সুবিধা পাবেন যাত্রীরা। এই ‘‌UTS’‌ অ্যাপের মাধ্যমে মান্থলি এবং স্টেশন টিকিটও কাটা যাবে। পাশাপাশি পেমেন্ট করা যাবে ডেবিট-ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাকিংয়ের মাধ্যমেও।

আরও পড়ুন : ট্রেনের টিকিট হারিয়ে ফেলেছেন? রেল দেবে ডুপ্লিকেট টিকিট;জানুন কীভাবে?

লাইন দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ! চালু হল রেলের নতুন পরিষেবা

গত চারবছরে প্রায় ৪৫ লক্ষ মানুষ এই অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রতিদিন এই অ্যাপের মাধ্যমে ৮৭ হাজার টিকিট বিক্রিতে প্রায় ৪৫ লক্ষ টাকার আয় হয় বলে জানা গিয়েছে। ভারতীয় রেলের UTS মোবাইল অ্যাপের সুবিধা নিতে গেলে, যাত্রীকে নির্দিষ্ট ষ্টেশন থেকে ২৫-৩০ মিটার দূরে থাকতে হবে। এই দূরত্বেই একসঙ্গে চারটি টিকিট কাটা যাবে।

আরও পড়ুন : রেলের টিকিট ক্যানসেল এবং টাকা রিফাণ্ডের নতুন নিয়ম

লাইন দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ! চালু হল রেলের নতুন পরিষেবা

নথিভুক্ত ব্যবহারকারী টিকিট কাটার সুবিধা ছাড়াও, প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন। মাসিক টিকিটও কাটা যাবে এই অ্যাপের মাধ্যমে। এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করুন। এরপর রেজিস্ট্রেশন করে লগ-ইন করুন। একটি পিএন আর এর সাহায্যে সর্বাধিক চার জন যাত্রা করতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও পেটিএমের মাধ্যমে টিকিট কাটা যাবে।