বাংলা বিনোদনের দুনিয়াতে সম্পর্ক ভাঙ্গা গড়ার খেলা যেন লেগেই আছে। ইদানিং টেলিভিশন (Bengali Telivision) ইন্ডাস্ট্রির তারকাদের হঠাৎ হঠাৎ বিচ্ছেদের খবর শোনা যায়। এবার সেই তালিকায় শামিল হল নতুন এক জুটির নাম। সায়ন্ত মোদক (Sayanta Modok) এবং প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra), বাংলা সিরিয়ালের এই তারকা জুটিরও নাকি বিচ্ছেদ হতে চলেছে।
স্টার জলসার খড়কুটো সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতে করতেই সায়ন্ত এবং প্রিয়াঙ্কার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এক বছর পেরোনোর আগেই তাদের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে বলে শোনা যাচ্ছে। এমনকি তাদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেও শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও তাদের এখন আর একসঙ্গে পাওয়া যায় না।
সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় থাকেন সায়ন্ত ও প্রিয়াঙ্কা দুজনেই। বেশ কিছুদিন ধরে তারা সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে এদিক-ওদিক ঘুরতে যাওয়া থেকে শুরু করে বিশেষ দিনে একসঙ্গে ছবি দিতেন নিয়ম করে। কিন্তু এখন আর তাদের একই ফ্রেমে দেখা যাচ্ছে না। বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে দুজনের একসঙ্গে কোনও ছবি নেই।
এসব দেখে নেটিজেনদের ধারণা প্রিয়াঙ্কা এবং সায়ন্তের মধ্যে সম্পর্কের তাল কেটেছে। তারা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন বলেও শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। এই সম্পর্কে আনন্দবাজারের কাছে সরাসরি মুখ খোলেন প্রিয়াঙ্কা। বিচ্ছেদের গুঞ্জন প্রসঙ্গে অবশ্য পুরোপুরি মুখ খুলতে চাননি অভিনেত্রী। তিনি জানিয়েছেন শারীরিকভাবে তিনি অসুস্থ।
অভিনেত্রী জানিয়েছেন তার জানা নেই কেন তাদের বিচ্ছেদের খবর এইভাবে রটানো হচ্ছে। তিনি এখন শারীরিকভাবে অসুস্থ। যদি বিচ্ছেদ হয় তাহলে ভবিষ্যতে সে কথা সকলেই জানতে পারবেন। আবার সায়ন্ত ও প্রিয়াঙ্কা একসঙ্গে থাকলেও সকলে জানতে পারবেন। এই কথা বলে প্রিয়াঙ্কা বলেছেন তিনি এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চান না।
উল্লেখ্য, খড়কুটো ধারাবাহিকে চিনি চরিত্রে অভিনয় করতেন প্রিয়াঙ্কা। এই সিরিয়ালে একেবারে শেষ দিকে মুখার্জী বাড়ির ছোট জামাই অর্থাৎ সাজির স্বামীর ভূমিকাতে অভিনয় করেছিলেন। খড়কুটো শেষ হয়ে যাওয়ার পর প্রিয়াঙ্কা এখন বালিঝড় এবং এক্কাদোক্কা সিরিয়ালে অভিনয় করছেন।