বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তবে তিনি শুধু বলিউড নয়, হলিউডেও নিজের মজবুত জায়গা তৈরি করেছেন। তবে অনেকেই হয়তো জানেন না, যে নিজের সৌন্দর্য ধরে রাখতে প্রিয়াঙ্কা কিন্তু বিউটি প্রোডাক্টের বদলে নিজের মা মধু চোপড়ার নানা টোটকাই মেনে চলতে বেশি পছন্দ করেন।
লিটল ব্ল্যাক বুকের দ্বিতীয় পর্বে নিজের সেইসব সিক্রেট শেয়ার করেছিলেন অভিনেত্রী। তার মায়ের দেওয়া এই টোটকা সত্যিই খুব কাজের চাইলেই যে কেউ মেনে চলতে পারেন এই টোটকা। যেমন মেকআপ তোলার একটা টোটকা দিয়েছিলেন তিনি।
এই টোটকা অনুযায়ী, মেকআপ রিমুভারের বদলে নারকেল তেল ব্যবহার করা খুব কার্যকরী। তাই জন্য বাড়ি ফিরে মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে মুখে নারকেল তেল মেখে বসে থাকতে হবে। এভাবে কিছুক্ষন রাখার পর ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলতে হবে মুখ। এভাবে ত্বকের সব ময়লা উঠে আসবে এবং পরিষ্কার হবে মুখ।
রোদে ট্যান পরলেও কিন্তু মায়ের টোটকাই মেনে চলেন প্রিয়াঙ্কা। এর জন্য প্রথমে ২ চামচ আটা, এক চিমটে হলুদ, কয়েক ফোঁটা লেবুর রস, ১ চামচ দই, গোলাপ জল মিশিয়ে প্যাক বানিয়ে পরিষ্কার মুখে লাগিয়ে নিতে হবে। এবার শুকিয়ে গেলে এটা ঘষে ঘষে তুলে ফেলতে হবে। এই টোটকা ব্যবহার করলে সব ট্যান দূর হয়ে যাবে।
এছাড়াও লিপ স্ক্রাবের টোটকা রয়েছে মায়ের কাছে যার জন্য গোলাপ জল বা গোলাপ পাঁপড়়ির সঙ্গে কিছু চিনি মিশিয়ে তা নিয়ে ঠোঁটে স্ক্রাবিং করতে হবে। এই টোটকা ব্যবহার করলে ঠোটেঁর মরা কোষ দূর হবে ও ঠোঁটের ফোলা ভাবকাও থাকবে।
ত্বকের পাশাপাশি সারা শরীরের যত্ন নেওয়াও খুব জরুরি। তাই এক্ষেত্রে প্রিয়াঙ্কার মা বলেছেন, স্নানের পর সারা শরীরে তেল মাখতে ভোলা যাবে না। তাই এই নিয়ম মেনে চলতে পারলে সকলেই পাবেন প্রিয়াঙ্কার মতো সুন্দর ও নরম ত্বক।