Payel Sarkar Boyfriend : টলিউড (Tollywood) অভিনেত্রীদের মধ্যে অনেকেই বসেছেন বিয়ের পিঁড়িতে। আবার বেশ কিছু নায়িকার বিয়ের খবর শোনার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন তাদের ভক্তরা। এমনই একজন অভিনেত্রী হলেন পায়েল সরকার (Payel Sarkar)। দেব অভিনীত ‘আই লাভ ইউ’ (I Love You) ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। দীর্ঘ প্রায় ২০ বছরের কেরিয়ারে একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে পায়েলের।
পায়েল সরকারকে এখন বড় একটা পর্দাতেও দেখা যাচ্ছে না। তবে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলের উপর কিন্তু হামেশাই নজর থাকে তার ভক্তদের। বয়স তার প্রায় ৪৩ হতে চলেছে। একাধিক অভিনেতার সঙ্গে তার প্রেমের সম্পর্কের খবর জানা গেলেও একটাও সফল হয়নি বা একটি সম্পর্কও বিয়ের মন্ডপ পর্যন্ত গড়ায়নি।
‘যমের রাজা দিল বর’ (Jomer Raja Dilo Bor) সিনেমার পরিচালক আবির সেনগুপ্ত (Abir Sengupta) -র সঙ্গে একসময় তার নাম জড়িয়েছিল। এই ছবির নায়িকা ছিলেন পায়েল। টলিউডের অন্দরে তাদের প্রেম নিয়ে অনেক গুঞ্জন শোনা গিয়েছিল তখন। প্রথম প্রথম সম্পর্কের খবর লুকিয়ে রাখলেও পরে কিন্তু তা স্বীকার করে নিয়েছিলেন দুজনেই।
আবির সেনগুপ্তের হোয়াটস অ্যাপের ডিপিতেও নাকি পায়েলের সঙ্গে তার ছবি ছিল। এমনকি তারা বিয়ে করবেন এই খবরও রটে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই একদিন তাদের সম্পর্কটা ভেঙে যায়। শোনা যায় ‘যমের রাজা দিল বর’ ছবিটি ফ্লপ হওয়ার পর নাকি তাদের সম্পর্কে চির ধরেছিল।
এছাড়াও শোনা যায় আবির এবং পায়েলের মধ্যে নাকি মতের অমিল হত বিস্তর। এরপরে ভেঙে যায় তাদের সম্পর্ক। তারপর থেকে আপাতত সিঙ্গেলই রয়েছেন পায়েল সরকার। তিনি আবার নতুন করে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কিনা সেই খবর জানা নেই। অভিনেত্রী নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন।
আরও পড়ুন : কেউ পেরয়নি স্কুলের গন্ডি কেউ যায়নি কলেজ, টলিউডের তারকাদের কার শিক্ষাগত যোগ্যতা কতদূর
অন্যদিকে আবির সেনগুপ্ত এখন টলিউড ছেড়ে মুম্বাইতে চলে গিয়েছেন। একবার একটি পুরনো সাক্ষাৎকারে পায়েল জানিয়েছিলেন তিনি ১৫-১৬ বছর আগে বয়সে প্রথমবার প্রেমে পড়েছিলেন। কিন্তু তার সেই প্রেমটাও ভেঙ্গে যায়। আবিরের সঙ্গেও সম্পর্ক ভেঙে যাওয়ার পর একাই রয়েছেন পায়েল।
আরও পড়ুন : মেকআপ ছাড়া বাংলা সিনেমার নায়িকাদের দেখতে কেমন লাগে, রইল ফটো গ্যালারি