কমে গেল রান্নার গ্যাসের দাম! জানুন সিলিন্ডার পিছু নতুন দাম

নতুন মাসের শুরুতেই মধ্যবিত্তের হেঁসেলে সুখবর। মাসের প্রথম দিন থেকেই কমলো রান্নার গ্যাসের দাম। জানা গিয়েছে আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির দাম কমাতে গ্যাসের দামে হ্রাস। ভর্তুকিহীন এলপিজি গ্যাসের প্রতি সিলিন্ডারে দাম কমছে ৬২.৫০ টাকা করে।

বুধবার মধ্যরাত থেকে এই নতুন দাম কার্যকর হয়। নতুন দাম কার্যকর হওয়ার ফলে ভর্তুকিহীন ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৬৩৭ টাকা থেকে কমে দাঁড়াল ৫৭৪.৫০ টাকায়।

এই নিয়ে পর পর দু’মাস কমল রান্নার গ্যাসের দাম। এর আগে জুনের শুরুতে এক ধাক্কায় বেশ কিছুটা বেড়েছিল গ্যাসের দাম। তার পর জুলাইয়ের শুরুতে তা সিলিন্ডার প্রতি ১০০.৫০ টাকা করে কমানো হয়। পরের মাসেই আরও কিছুটা দাম কমায় গৃহস্থ ঘরে যে স্বস্তি এল, তা বলাই বাহুল্য।

Relief to households! LPG Gas cylinders to cost Rs 100 less from today

আরও পড়ুন :- রান্নার গ্যাসের সিলিন্ডারে আর কতটা গ্যাস বেঁচে আছে বুঝবেন কীভাবে

জুলাই মাসের আগে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ৩.৭% বাড়ায় চরম অস্বস্তির মধ্যে পড়েছিল মোদি সরকার। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস মোদি সরকারের চরম বিরোধিতা করেছিল। তাদের প্রতিবাদে নামতে দেখা গিয়েছিল ব্লকে ব্লকে।

এরপর আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির দাম কমায় পর পর দুই মাসে সিলিন্ডার পিছু ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম কমলো। পরপর দু মাসে এলপিজি গ্যাসের দাম কমায় স্বস্তির হাওয়া মধ্যবিত্তের হেঁসেলে।