মুকেশ আম্বানিকে ছেড়ে এই ব্যক্তির সঙ্গেই দিনরাত থাকেন নীতা, জানেন কীসের সম্পর্ক তাদের?

মুকেশ আম্বানির থেকে এই ব্যক্তির সঙ্গে বেশি সময় কাটান নীতা! জানেন এই ব্যক্তির পরিচয়?

Interesting Facts About Nita Ambani`s Lifestyle : বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনি এবং তার পরিবারের ব্যবহার করা প্রতিটা জিনিসের দাম কোটি টাকারও বেশি। এই বিলাসবহুল জীবনযাপনের জন্যই সব সময় লাইমলাইটে থাকেন তারা। তবে আম্বানি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি দামি জিনিসপত্র ব্যবহার করেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani)

দামি পোশাক ও গয়না পরে ছবি তোলায় মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার ছবি ভাইরাল হতে দেখা যায়। তার সব শখ পূরণ করেন মুকেশ আম্বানি। কিন্তু তাও অন্য এক পুরুষের সঙ্গে বেশিরভাগ সময় কাটাতে দেখা যায় নীতা আম্বানিকে। কিন্তু কেন এই কাজ করেন তিনি? এর পিছনে কী কারণ রয়েছে?

Mickey Contractor And Nita Ambani

জানেন এই ব্যক্তির পরিচয়? আসলে এই ব্যক্তিকে বলিউড (Bollywood)-এর সকল নায়ক-নায়িকারাই চেনেন। বহু ব্লকবাস্টার বলিউডের ছবিতে তিনি কাজ করেছেন। তবে অভিনেতা হিসেবে নয়, মেকআপ আর্টিস্ট হিসেবে। ইনি হলেন বলিউডের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট মিকি কন্ট্রাক্টার (Mickey Contractor)।

সোশ্যাল মিডিয়ায় মিকি এবং নীতা আম্বানির ছবি আগেও ভাইরাল হয়েছে। আসলে নীতা আম্বানির মেকআপের দায়িত্ব রয়েছে মিকির কাঁধে। কোনও পার্টি হোক বা অনুষ্ঠান বাড়ি মিকিই মেকআপ করে দেন নীতা আম্বানির।  তাই জন্যই বেশিরভাগ সময় নীতার সঙ্গে থাকতে দেখা যায় মিকিকে।

Mickey Contractor And Nita Ambani

তবে স্ত্রীর মেকআপের জন্য লাখ লাখ টাকা খরচ করতে হয় মুকেশ আম্বানিকে। কারণ একবার মেকআপ করার জন্য প্রায় ৭০ হাজার টাকা পারিশ্রমিক নেন মিকি। তবে শুধু মাত্র‌ নীতা আম্বানি নয়, বলিউডের জনপ্রিয় তারকারাও তার কাছেই মেকআপ করেন।

Mickey Contractor

আরও পড়ুন : বিশ্বের সবথেকে দামি গয়না পরেন মুকেশ আম্বানির পুত্রবধূ, এর দাম আপনার কল্পনার বাইরে

এই তালিকায় নাম রয়েছে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), আলিয়া ভট্ট (Alia Bhatt), ঐশ্বর্য রাই (Aishwarya Rai), করিনা কাপুর (Kareena Kapoor)-এর মত তারকা অভিনেত্রীর। অনেক জনপ্রিয় ছবিতেও নায়ক-নায়িকাদের মেকআপ করার দায়িত্ব সামলেছিলেন তিনি।

আরও পড়ুন : কোনও পাঁচতারা হোটেল নয়, এই রেস্টুরেন্টের খাবার ছাড়া মুকেশ আম্বানির মুখে রোচে না