মা লক্ষ্মীর কোপে পথের ভিখিরি হবেন, তুলসী গাছের আশেপাশে ভুলেও এই ৬টি জিনিস রাখবেন না

তুলসী গাছের আশেপাশে ভুলেও এই ৬ টি জিনিস রাখবেন না, লক্ষ্মীর কোপে কাঙাল হতে হবে

Never Keep These 6 Things Near Tulshi Tree Else Maa Lakshmi Will Be Angry

হিন্দুধর্ম অনুযায়ী তুলশী গাছের গুরুত্ব যথেষ্ট। মানুষের বিশ্বাস, এই গাছের বাস করেন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী। বাড়ির সমস্ত সমস্যা দূর হয় যায় তুলশী গাছ লাগলে। তবে বাড়িতে তুলশী গাছ থাকলে তার যত্ন নেওয়াও খুব জরুরি। না হলে কুফল হবে। কারণ তুলশী গাছের যত্ন না নিলে বা তুলশী‌গাছের সামনে এই ৬ টি জিনিস রাখলে রুষ্ট হবে।

জুতো বা চপ্পল (Shoes or Slippers): বাড়িতে তুলশী গাছ লাগানোর পর সেই গাছকে মা রূপে পুজো করা হয়। কারণ তুলশীকে দেবীর লক্ষ্মী রূপ বলা হয়। তাই তুলশী গাছের সামনে জুতো বা চপ্পল রাখা উচিত নয়। এর ফলে মা তুলশী‌ অপমানিত বোধ করেন। সেই জন্য শুধু জুতো নয় জুতো রাখবার কোনও জায়গাও রাখা যাবে না।

DUSTBIN

নোংরা এবং আবর্জনা (Dirt and Trash): বলা হয় নোংরা বা অপরিচ্ছন্ন জায়গায় মা লক্ষ্মী থাকতে চান না। তাই তুলশী গাছের আশেপাশে নোংরা ও আর্বজনা রাখা উচিত নয়। এই ধরনের কাজ করলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন। যার ফলে বাড়িতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

ঝাঁটা (Sweep): ঝাঁটা হল দেবী লক্ষ্মীর প্রতীক। তবে এই ঝাঁটা আবার পরিষ্কার ও পরিচ্ছন্নতার জন্য ঝাঁটা ব্যবহার করা হয়। তাই‌ ঝাঁটা কখনও তুলশী গাছের সামনে রাখা উচিত নয়। এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে এবং অথনৈতিক ক্ষতিও হতে পারে।

CACTUS

কাঁটা গাছ (Thorn Tree): কাঁটা গাছ অনেকেই বাড়িতে লাগান। মনে রাখতে হবে কাঁটা গাছ কিন্তু কখনও তুলশী গাছের সামনে রাখা উচিত নয়। এর ফলে অশুভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। এছাড়াও বাড়ির সুখ ও সমৃদ্ধি আটকে যায়। তাই তুলশী গাছের সামনে কাঁটা গাছ রাখা উচিত নয়।

গণেশ মূর্তি (Ganesha Murti): নিয়ম অনুযায়ী তুলশীর আশেপাশে কখনও গণেশের মূর্তি রাখা উচিত নয়। প্রাচীন একটি গল্প অনুসারে, একবার গণেশ একবার নদীর তীরে গণেশ ধ্যান করছিলেন সেখানে, মা তুলসী সেখানে গণেশকে দেখতে পেয়ে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু গণেশ রাজি না হওয়ায় তাকে অভিশাপ দেন মা তুলশী। সেই জন্য তুলশী গাছের সামনে গণেশ মূর্তি রাখাতে নেই‌।

SHIVLING

শিবলিঙ্গ (Shiv Linga): তুলশী গাছের সামনে কখনও শিবলিঙ্গও রাখা উচিত নয়। কারণ তুলশী পূর্ব জন্মে ছিলেন অসুর জলন্ধরের স্ত্রী বৃন্দা। এই জলন্ধরকে হত্যা করেছিলেন মহাদেব। তাই জন্যই তুলশী গাছের সামনে কখনও শিবলিঙ্গ রাখা উচিত নয়।