স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটি। লীনা গাঙ্গুলীর এই ধারাবাহিকের মধ্য দিয়ে দেশাত্মবোধ, পারিবারিক মূল্যবোধকে তুলে ধরা হয়েছে। নোয়া কিয়ান, ডোডো উজ্জয়িনী, রাজা মাম্পির কেমিস্ট্রির মধ্য দিয়ে প্রবাসী মানুষদের দেশের প্রতি যে টান,শিকড়ের প্রতি যে ভালোবাসা তা এই ধারাবাহিকে তুলে ধরা হয়েছে। দেশ ছেড়ে কর্মসূত্রে মুখোপাধ্যায় পরিবারের লোকজন বাইরে থাকেন তবুও দেশের টানে ধীরে ধীরে তারা দেশের মাটিতে ফিরে আসবেন এই হল গল্পের উপজীব্য।
ধারাবাহিকে নোয়ার চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস আর কিয়ানের চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত। অনেক ঝামেলা ঝঞ্ঝাটের পর কিছুদিন আগেই নোয়া কিয়ানের বিয়ে হয়েছে। সম্প্রতি ধারাবাহিকের কাহিনীতে নতুন চমক আনা হয়েছে। নোয়া কিয়ানের কেমিস্ট্রির পর দেশের মাটি ধারাবাহিকে ডোডো উজ্জয়িনীর সম্পর্কের সমীকরণ তুলে ধরা হয়েছিল।
সম্প্রতি রাজা আর মাম্পির সম্পর্কের সমীকরণ উঠে আসছে এই ধারাবাহিকে। সম্পূর্ণ ভিন্ন চরিত্রের দুই মানুষ রাজা আর মাম্পি কি কোনদিনও এক হতে পারবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। রাজার চরিত্রে অভিনয় করছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মাম্পি চরিত্রে অভিনয় করেছেন রুকমা রায়। দুজনের টকঝাল মিষ্টি সম্পর্ক দর্শকদের মনে আনন্দের যোগান দিয়েছে।
রাজরূপ বন্দ্যোপাধ্যায়, এক অনাথ ছেলে, মুখোপাধ্যায় পরিবারে তিনি আশ্রিত। জীবনের বহু চড়াই-উতরাই পেরিয়ে পড়াশোনা করে আজ তিনি স্বরূপনগরের একজন স্বনামধন্য ডাক্তার। মূল্যবোধ, মানবিকতার মূর্ত প্রকাশ ঘটে তার চরিত্রের মধ্য দিয়ে। অন্যদিকে মুখোপাধ্যায় পরিবারের মেয়ে মাম্পি পিএইচডি শিক্ষার্থী, সে হলো কিয়ানের পিসতুতো বোন। তার চরিত্রের মধ্যে শহুরে মানসিকতা অনেক বেশি পরিমাণে প্রকাশিত হয়। একসময় মাম্পি রাজাকে ভালোবেসে তাকে প্রপোজ করেছিল, রাজা তখন তার ভালোবাসা গ্রহণ করেনি, মনের দুঃখে মাম্পি এরপর চলে যায় স্বরূপনগর ছেড়ে।
বহু বছর পর দুর্গাপুজো উপলক্ষে এবং কিয়ানের বিয়ের জন্য আবার ফিরে এসেছে মাম্পি স্বরূপনগরের মাটিতে। পূর্বের প্রত্যাখ্যান মনে করে সে রাজার সাথে খারাপ ব্যবহার করেছে প্রতি মুহূর্তে কিন্তু এক ঝড়ের রাতে দুজনের সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। এক ঝড়ের রাতে মারাত্মক আহত হয়েছিল মাম্পি, রাজা তাকে সুস্থ করে তোলে। আবার পুনরায় একটু একটু করে ঠিক হতে শুরু করেছিল দুজনের সম্পর্ক।
অন্যদিকে মুখোপাধ্যায় পরিবারের বড় ছেলে বহু বছর পর তার মেয়ে নীল পাখি কে নিয়ে দেশে ফিরে এসেছে। রাজার সাথে নীল পাখির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে দেখে ঈর্ষান্বিত বোধ করে মাম্পি কষ্ট পায় আর এই ভুল বুঝাবুঝির মাঝেও ধীরে ধীরে গভীর হয়ে উঠছিল দুজনের সম্পর্ক।
সেইসব ভুল বুঝাবুঝিও যখন মিটে গেছে, ঠিক সেই মুহুর্তে মাম্পির মা এসে রাজাকে অনুরোধ করে তার মেয়ে মাম্পির সাথে না মিশতে। মুখোপাধ্যায় পরিবারে বেড়ে ওঠা রাজা মাম্পির পরিবারের লোকদের কথা মেনে মাম্পিকে জানায় সে অন্য জনের সাথে প্রতিশ্রুতি বদ্ধ। মাম্পি ভুল বুঝে রাজা কে। অন্যদিকে মাম্পির দাদা ডোডো বৌদি উজ্জয়নী সমানে চেষ্টা করে চলেছে দুজনের সম্পর্ক ঠিক করবার আর মাম্পি সিদ্ধান্ত নিয়েছে যে সে স্বরূপনগর ছেড়ে ফিরে যাবে শহরে, তার চেনা পরিচিত পরিবেশে। রাজা কি পারবে মাম্পির যাওয়া আটকাতে? সমস্ত ভুল বুঝাবুঝি মিটিয়ে এক হতে পারবে কি রাজা আর মাম্পি? সবটা জানা যাবে আসন্ন পর্বগুলিতে। ৩ থেকে ৯ মে চলবে ‘দেশ মাটি’-র মহা ধামাকা পর্ব। সন্ধ্যা ৬.৩০ টায় স্টার জলসা এবং স্টার জলসা এইচডি তে