বিকিনি শুট থেকে শুটিং-এ শ্লীল’তাহানি, দেখুন বলিউড অভিনেত্রী মন্দানার বিতর্কিত জীবন

বিগ বসের (Big Boss) সিজন ৯ তে বিদেশী মুখ কে হবে সেই নিয়ে একটি জল্পনা চলছিলই। জল্পনার অবসান ঘটিয়ে অংশ নিয়েছিলেন ইন্দো-ইরানি মডেল-অভিনেত্রী মন্দানা কারিমি (Mandana Karimi)।

জানা যায় পর্ণ স্টার মিয়া খলিফা প্রস্তাব ফিরিয়ে দিলে তাকে শো তে আনা হয়। বিগ বসের ঘরেও কথা কাটাকাটি তে জড়িয়েছিলেন তিনি, তবে সেটাই প্রথম নয়। পাঁচ বছরের বলিউড কেরিয়ারে আরও বেশ কিছু বার বিতর্কে জড়ান তিনি।

২০১০ সালে মডেলিং এর জন্য মুম্বাই আসা। এরপর ২০১৩ সালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢোকার উদ্দেশ্যে আবারও স্বপ্ন নগরীতে পা রাখেন মন্দানা কারিমি (Mandana Karimi)।

২০১৫ সালে ‘রয়’ ছবি দিয়ে বলিউডে প্রবেশ। দর্শকদের তাকে পছন্দ হওয়ায় ‘ক্যায়া কুল হ্যায় হম ৩’, ‘ম্যায় অর চার্লস’- এও ব্রেক পান তিনি।

বর্তমানে ‘দ্য ক্যাসিনো’ নামে ওয়েব সিরিজে তিনি অভিনয় করছেন বলে জানা যাচ্ছে। কোকা কোলা নামে একটি ছবির জন্যও সম্প্রতি শুট করছেন তিনি। সেই ছবির শুটিং চলাকালীন আবারও বিতর্ক সৃষ্টি করলেন অভিনেত্রী।

সম্প্রতি ‘কোকা কোলা’-র শুটিং এ ব্যস্ত মন্দনা কারিমি (Mandana Karimi)। শুটিং চলাকালীন তিনি শ্লীলতাহানির অভিযোগ তুললেন নিজের ছবির প্রযোজকের বিরুদ্ধেই। তার অভিযোগ, শুটিং এর সময় যখন তিনি ভ্যানিটি ভ্যানে পোশাক বদল করছিলেন তখনই আচমকা ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন ছবির প্রযোজক মহেন্দ্র ধারিওয়াল (Mahendra Dhariwal)।

যদিও এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে প্রযোজক জানিয়েছেন নক করেই ভেতরে ঢুকেছিলেন তিনি এবং এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তবে এই প্রথম নয়, এর আগেও নানারকম বিতর্কে জড়ান তিনি। বিকিনি শুট থেকে তার প্রেমিকের সাথে সম্পর্ক, সব কিছু নিয়েই বিতর্ক তৈরি হয় পেজ থ্রি তে।দেখে নেওয়া যাক এরকমই কিছু ঘটনা যা বিতর্ক সৃষ্টি করেছিল।

আরও পড়ুন : জীবনটা শেষ করে দিল শ্রাবন্তী, চাঞ্চল্যকর পোস্ট করলেন স্বামী রোশন

২০১৭ সালে মুম্বাইয়ের ব্যবসায়ী গৌরব গুপ্তকে (Gaurav Gupta) বিয়ে করেন মন্দানা। তবে বিয়ের কিছু মাস পর থেকেই দাম্পত্য কলহের জেরে আলাদা থাকতে শুরু করেন তারা। বলিউড ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যায়, স্বামীর কাছ থেকে মোটা অংকের খোরপোষ দাবি করেছিলেন তিনি। পরে গৌতমের সাথে টেলিভিশন অভিনেত্রী স্মৃতি খান্নার সম্পর্ক হয়। তবে শেষপর্যন্ত তাদের সম্পর্ক ডিভোর্স পর্যন্ত যায়নি।

আরও পড়ুন : আগে সেক্স তারপর ট্যালেন্ট, টলিউডে কাজ পেতে শুতে হয় ছেলেদেরও

২০১৯ সাল। রমজানের মাসে বিকিনি শুট করে বিতর্ক সৃষ্টি করেন তিনি। তার বিরুদ্ধে অনেকে অভিযোগ তোলেন, রমজানের মাসে বিকিনি শুট করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি।সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকারও হতে হয় তাকে।

আরও পড়ুন : মধুচক্র থেকে গোপন ভিডিও ফাঁস, বলিউডের বিতর্কিত অভিনেত্রীদের তালিকা