“স্টার জলসা”র ধারাবাহিক মানেই দর্শকের কাছে এক আলাদা সেনসেশন। বিগত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে “স্টার জলসা” তার দর্শকদের মনোরঞ্জন করে আসছে। এই বাংলা টেলি চ্যানেলের হাত ধরে “ওগো বধূ সুন্দরী”, “চোখের তারা তুই”, “বধূবরণ”, “কুসুম দোলা”, “জল নুপুর”, “তুমি আসবে বলে”, “পুণ্যিপুকুর”, “বোঝেনা সে বোঝেনা”র মতো জনপ্রিয় সব ধারাবাহিক দেখার সুযোগ পেয়েছেন ধারাবাহিক অনুরাগীরা।
আজও “স্টার জলসা” দর্শকদের মনোরঞ্জনের জন্য নিত্য নতুন ধারাবাহিক নিয়ে হাজির। “স্টার জলসা”র ধারাবাহিকের বিশেষত্ব হলো সময়ের সঙ্গে সঙ্গে সমাজের বিশেষ পরিবর্তনগুলি ধারাবাহিকের মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপন করেন ধারাবাহিকের নির্মাতারা। প্রত্যেক ধারাবাহিকের গল্পের মধ্যে থাকে অভিনবত্ব। ধারাবাহিকের অগ্রগতির বিভিন্ন মোড় এবং টুইস্ট দর্শক বেশ উপভোগ করেন।
বর্তমানে “স্টার জলসা”র অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে “খেলাঘর” ধারাবাহিকটি। ভাগ্যচক্রে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়া এক ব্রিলিয়ান্ট স্টুডেন্ড “শান্টু” ওরফে “দিগ্বিজয় রায়”কে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার লড়াই নিয়েই ধারাবাহিকের গল্প এগিয়ে চলেছে। আর এই অসাধ্য সাধন যিনি করবেন তিনি “শান্টু”র স্ত্রী “পূর্ণা”।
এই ধারাবাহিকে “শান্টু” আর “পূর্ণা”র জুটি, তাদের খুনসুটি, বাক-বিতন্ডা, “শান্টু”কে অন্ধকার জগত থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য “পূর্ণা”র কঠিন সংগ্রাম-কাহিনীর প্রতি পরতে পরতে রয়েছে চমক। সুন্দরী, সুশিক্ষিতা, বড়লোক বাড়ির মেয়ে “পূর্ণা” “শান্টু”র মতো একজন অন্ধকার জগতের যাত্রীকে আবার সমাজে প্রতিষ্ঠিত করতে চান। সমাজ যাকে আগে থেকেই “গুন্ডা”র তকমা দিয়ে রেখেছে, স্ত্রী হিসেবে তাকেই প্রকৃত মানুষ হিসেবে সমাজের চোখে প্রতিষ্ঠিত করার প্রতিজ্ঞা নিয়েছে “পূর্ণা”।
তবে “পূর্ণা”র এই কাজে বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়েছে “গগন মাখাল”! ধারাবাহিকের দুর্দান্ত খল চরিত্র হিসেবেই বর্ণনা করা যায় তাকে। নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সে চায়না শান্টু সমাজের মূল স্রোতে ফিরে যাক। অতএব পূর্ণার লড়াই কার্যত “গগন মাখাল” এর মতো সমাজের হেভিওয়েট রাজনৈতিক নেতার বিরুদ্ধে। আর সেই লড়াই লড়ার জন্য এবার রাজনীতিরই আশ্রয় নিচ্ছে পূর্ণা।
সম্প্রতি বহু চড়াই-উৎরাই, বাধা-বিপত্তি পেরিয়ে “গগন মাখাল” এর ঘৃণ্য ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে “শান্টু” এবং “পূর্ণা”হিন্দু রীতি অনুযায়ী সব আচার-নিয়ম পালন করে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছে। তবে তাতেও দমে যায়নি “গগন মাখাল”। সে এবার এলাকাবাসীকে “শান্টু”র বিরুদ্ধে উস্কে তাকে এলাকাচ্যুত করার ষড়যন্ত্র করছে। তবে “গগন মাখাল” এমন ষড়যন্ত্রের বিরুদ্ধেও ঢাল হয়ে দাঁড়াচ্ছে “পূর্ণা”।
শান্টুকে রক্ষা করার জন্য সে সবকিছু করতে পারে। প্রয়োজনে তাই “গগন মাখাল” এর বিরুদ্ধে ভোটে দাঁড়াতো দ্বিধা করবেনা সে! হ্যাঁ, “পূর্ণা” এবার “গগন মাখাল” এর সব চক্রান্ত নস্যাৎ করে দিতে তার বিরুদ্ধেই ভোটে দাঁড়াতে চলেছে। এখানেই ধারাবাহিকের নতুন টুইস্ট অপেক্ষা করে রয়েছে দর্শকের জন্য। “খেলাঘর” ধারাবাহিকটিতে “শান্টু”র জন্য “পূর্ণা”র নানান পদক্ষেপ স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য সুনিশ্চিত করেছে।
এবার স্বামীকে রক্ষা করার লড়াইয়ে সমাজের প্রবল প্রভাবশালী “গগন মাখাল” এর বিরুদ্ধে ভোটে দাড়িয়ে কোন বিপদের মুখে পড়তে চলেছে পূর্ণা? সে কি পারবে নিজের লক্ষ্য অর্জন করতে? “শান্টু” এবং “পূর্ণা”র জন্য গগন মাখাল এবার আর নতুন কী ফাঁদ পাততে চলেছে? পূর্ণা কি পারবে “গগন মাখাল”কে সিংহাসনচ্যুত করতে? আপাতত টানটান উত্তেজনার মধ্যে দর্শক এই সব প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন।