বলিউডে ‘বহিরাগত’ তাই পাবে না কাজ, চাপে পড়ে চরম সিদ্ধান্ত নিলেন কার্তিক আরিয়ান

বলিউডের (Bollywood) নেপোটিজম (Nepotism) বিতর্কের বলি হিসেবে যদি সুশান্ত সিং রাজপুতের নাম প্রথমে ওঠে, তাহলে দ্বিতীয় স্থানে নাম উঠে আসবে বলিউডের আরেক নবীন প্রজন্মের অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan)। নেপথ্যে সেই ধর্মা প্রোডাকশন, রেড চিলিস এন্টারটেনমেন্ট এবং বলিউডের সেই তথাকথিত হর্তাকর্তা বিধাতারা। সুশান্তকে যেভাবে বয়কট করেছিল বলিউড, কার্তিক আরিয়ানের প্রতিও সেই একই আচরণ করা হচ্ছে। তার সাইন করা একাধিক সিনেমা থেকে বহিস্কৃত করা হয়েছে তাকে।

কেরিয়ারের ব্যর্থতার এমনই এক পর্যায়ে এসে চরম সিদ্ধান্ত নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত (Susant Singh Rajput)। কার্তিকের (Kartik Aaryan) ঘটনা জানার পর অনেকেই তার সঙ্গে সুশান্তের মিল খুঁজে পাচ্ছিলেন। তবে কার্তিক আরিয়ান জীবনের চ্যালেঞ্জ উপেক্ষা করতে রাজি নন। এবার তিনি এক নতুন অবতারে জীবনের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন। তিনি আর অভিনেতা কার্তিক আরিয়ান নন, এখন থেকে তার পরিচয় তিনি বিটেক ইঞ্জিনিয়ার!

হ্যাঁ, জীবনের চরম সিদ্ধান্ত হিসেবে কার্তিক তার এই নতুন পরিচয় গড়ে তোলার সিদ্ধান্তই গ্রহণ করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি নিজের “Actor” অর্থাৎ অভিনেতার পরিচয় সরিয়ে দিয়ে সেখানে “B.tech” অর্থাৎ নিজের ইঞ্জিনিয়ারিং ডিগ্রির কথা উল্লেখ করেছেন। এবার থেকে তার শিক্ষাগত যোগ্যতাই সোশ্যাল মিডিয়াতে তার পরিচয় হবে। নিজেকে আর “Actor” হিসেবে পরিচয় দিতে চান না কার্তিক।

কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কার্তিক? তাহলে কি তাকে এরপর আর কোনও সিনেমাতেই অভিনয় করতে দেখা যাবে না? অভিনয় জীবনে কি এখানেই ইতি টানলেন তিনি? প্রশ্ন উঠছে কার্তিকের অনুরাগীদের মনে। তবে অভিনেতা অবশ্য কোনও মন্তব্য করতে নারাজ। বলিউডে তার প্রতি হওয়া অন্যায়, বঞ্চনার বিরুদ্ধে এ যেন এক নীরব প্রতিবাদ কার্তিকের।

মাত্র কিছুদিন আগেই করণ জোহারের (Karan johar) এর ছবি দোস্তানা – ২ (Dostana 2) থেকে কার্তিককে সরিয়ে দেওয়া হয়। তার ঠিক কিছুদিনের মধ্যেই শাহরুখ খানের (Shahrukh Khan) প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস এন্টারটেইনমেন্টের (Red Chillies Entertainment)’ ছবি ‘ফ্রেডি’ থেকেও বাদ দেওয়া হয়েছে কার্তিককে।

অজয় বহেল পরিচালিত ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। ছবিতে স্বাক্ষর করার জন্য যে টাকা নিয়েছিলেন কার্তিক, তাও ফেরত দিয়েছেন তিনি। নবী মুম্বইয়ের ডি ওয়াই পাতিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে বায়োটেকনলজিতে বিটেক করার পর বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন কার্তিক।

Karan Johar and Kartik Aaryan

“প্যার কা পাঞ্চ নামা”, “সোনু কি টিটু কি সুইটি”, “পতি পত্নী ওর ওহ” ছবিতে তার অভিনয় তাকে প্রভূত খ্যাতি এনে দিয়েছে। তবে বলিউডের প্রথম সারির প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে তার মনোমালিন্য বলিউডে তার অবস্থান দুর্বল করে দিল। সেই জন্যই কি এবার অভিনয় জীবনে ইতি টেনে ইঞ্জিনিয়ারিংয়েই পেশা খুঁজে নিতে চাইছেন কার্তিক? প্রশ্ন নেটিজেনের।