টলিউডের (Tollywood) অভ্যন্তরে হাঁটুর বয়সী এক সহ-অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Bannerjee) মানসিক নির্যাতন এবং বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। ব্যক্তিগত বৈবাহিক সম্পর্কের চড়াই-উৎরাই আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে ঘরে বাইরে চূড়ান্ত সমালোচিত হতে হচ্ছে অভিনেতা কাঞ্চন মল্লিককে (Kanchan Mullick)।
এদিকে সোশ্যাল মাধ্যমেও তার বিরুদ্ধে কু-মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। এই পারিবারিক বিতর্কের জেরে অনুরাগীদের ভালোবাসা হারানোর আশঙ্কায় ভুগছেন কাঞ্চন মল্লিক। রাজনৈতিক কেরিয়ার, ফিল্মী কেরিয়ারও রীতিমতো প্রশ্নের মুখে। অথচ শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সঙ্গে যে “হৃদ্যতার সম্পর্ক” নিয়ে এত জল ঘোলা হচ্ছে, সেই সম্পর্ক “দাদা-বোনের সম্পর্ক” এর ঊর্ধ্বে নয় বলেই দাবি কাঞ্চন এবং শ্রীময়ীর।
এমতাবস্থায় নিতান্তই অসহায় ব্যক্তির মতো কাঞ্চন স্মরণ করলেন তার বাবাকে। বাবার কোলে বসা অবস্থায় খুব ছোট বয়সের একটি ছবি পোস্ট করে পরলোকগত বাবার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা লিখলেন কাঞ্চন মল্লিক। তিনি লিখেছেন, “বাবা, তোমাকে খুব মিস করছি। তুমি বেঁচে থাকলে তোমার কোলে মাথা রেখে একটু কাঁদতাম, মনের কথা শেয়ার করতে পারতাম”।
View this post on Instagram
তার এই পোস্ট থেকেই কার্যত তার মনের অসহায় অবস্থাটা বেশ টের পাওয়া যাচ্ছে। কাঞ্চনের এই আবেগপূর্ণ পোস্ট দেখে নেটিজেনদের মধ্যে অনেকেই তাকে সান্ত্বনা দিচ্ছেন। অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, “দাদা, একটু সময় দিন, আপনি নিজে ঠিক থাকলে, সব ঠিক হয়ে যাবে”। কেউ লিখেছেন, “মন খারাপ করবেন না, আপনার বাবা আপনার সঙ্গেই আছেন”। আবার অনেক ভিন্নমতধারীর বক্তব্য, “সংসারে অশান্তি হতেই পারে, কিন্তু স্বামী-স্ত্রীর সমস্যা দুজনের মধ্যে থাকাই ভালো”।
কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি ব্যানার্জির দাম্পত্য কলহ বর্তমানে ওপেন ফোরামে উঠে এসেছে। যার নেপথ্যে রয়েছে পিঙ্কির বিস্ফোরক অভিযোগ। সংবাদমাধ্যমের সামনে কাঞ্চনের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছেন পিঙ্কি। এদিকে কাঞ্চনও স্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন। কাঞ্চন-পত্নীর অভিযোগ, কাঞ্চন ছেলের খোঁজখবর নিতেন না। মদ খেয়ে তার সঙ্গে খারাপ আচরণ করতেন।
এদিকে স্ত্রীর বিরুদ্ধে কাঞ্চনের অভিযোগ, তার থেকে প্রতি মাসে ৩.৫ লক্ষ টাকা দাবি করেছেন পিঙ্কি। তৃণমূলের তরফের বিধায়ক হওয়ার পরেই তার প্রতি পিঙ্কির আচরণ বদলে গিয়েছে বলে অভিযোগ করেছেন কাঞ্চন। কাঞ্চন মল্লিক পিঙ্কির এই আচরণের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলেছেন। একই সঙ্গে পিঙ্কির বিরুদ্ধেই উল্টে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ তুলেছেন কাঞ্চন এবং শ্রীময়ী। সব মিলিয়ে কাঞ্চন-শ্রীময়ী-পিঙ্কির সম্পর্কের রেষারেষি কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবনে বেশ প্রভাব ফেলছে।