এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) তারকা প্রার্থীদের ছড়াছড়ি। এবারের প্রার্থী তালিকার অন্যতম আকর্ষণ জুন মালিয়া (June Malia)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছেন। ইতিমধ্যেই মেদিনীপুরে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়ে গিয়েছে তার। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় নির্বাচনী বিধি মেনে নিজের সম্পর্কে যাবতীয় তথ্য জমা দিয়েছেন তিনি। সেই হলফনাময় উঠে এসেছে অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ। কত টাকার মালিক অভিনেত্রী জুন মালিয়া?
মেদিনীপুরের এই ৫০ বছর বয়সী তারকা প্রার্থীর বাড়ি বালিগঞ্জ সার্কাস অ্যাভিনিউয়ে। স্বামী সৌরভ চট্টোপাধ্যায় (Sourav Chatterjee) একজন ব্যবসায়ী। জুন মালিয়ার ২টি আলাদা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট ইত্যাদি মিলিয়ে একটিতে ৬০ লাখ ৬৯ হাজার ১৬৪ টাকা এবং অপরটিতে ৫৫ হাজার ৬২ টাকা আছে।
তার হাতে নগদ টাকার পরিমাণ মাত্র ২৫ হাজার। অন্যদিকে তার স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট এ ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট, সেভিংস মিলিয়ে আছে ২৬ লাখ ৫৬ হাজার ২১০ টাকা।এর পাশাপাশি তার হাতে নগদ টাকার পরিমাণ মাত্র ২০ হাজার।
এবার আসা যাক বিনিয়োগের কথায়।মিউচুয়াল ফান্ড, শেয়ার, বিভিন্ন বন্ড ইত্যাদি নিয়ে জুন মালিয়ার বিনিয়োগ ৬ লাখ ২৫ হাজার ১৭৩ টাকা।পাশাপাশি এনএসএস এবং বিভিন্ন ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে তার বিনিয়োগ ৮৬ লাখ ৫০ হাজার টাকা। তার স্বামীর মিউচুয়াল ফান্ড, শেয়ার, বিভিন্ন বন্ড এর ক্ষেত্রে বিনিয়োগ ৩৫ লাখ ৪ হাজার টাকা।অন্যদিকে ডাকঘর, বিভিন্ন ইনস্যুরেন্স সংস্থা ইত্যাদি খাতে তার বিনিয়োগ ৫৮ লাখ ৩৫ হাজার টাকা।
এই সকল ছাড়াও জুনের ৮ লক্ষ টাকার একটি গাড়ি এবং ২ লাখ ৩০ হাজার টাকার গয়না এবং অন্যান্য মূল্যবান দ্রব্যাদি আছে।অর্থাৎ সব মিলিয়ে মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়ার মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার ৩৯৯ টাকা এবং তার স্বামীর সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৯ লাখ ৯৫ হাজার ২১০ টাকা।
আরও পড়ুন : গাড়ি নেই, সম্পত্তি নেই, নেন না বেতন, কত টাকার মালিক মমতা বন্দ্যোপাধ্যায়
এছাড়াও ২০০৩ সালের জুনে জুন মালিয়া বালিগঞ্জ অঞ্চলে ১২ লাখ ৭০ হাজার টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন যার বাজার মূল্য বর্তমানে ৬০ লাখ টাকা। নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী ব্যাংক বা কোনও সংস্থা থেকে ঋণ নেননি জুন বা তার স্বামী।পাশাপাশি তাদের দুজনের মধ্যে কারুর নামেই পুলিশি কোনও অভিযোগ নেই।
আরও পড়ুন : কত টাকার মালিক শুভেন্দু অধিকারী, প্রকাশ্যে এলো সম্পত্তির পরিমাণ