Jisshu Sengupta Daughter : টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির একজন অন্যতম প্রথম সারির জনপ্রিয় নায়ক হলেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। যিনি শুধু অভিনয়ই নয় পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন রিয়েলিটি শোতে সঞ্চালনা করে প্রমাণ করে দিয়েছেন তার বহুমুখী প্রতিভা। আবার এখন বাংলার গন্ডি পেরিয়ে তিনি পৌঁছে গিয়েছেন সুদূর মুম্বাইতে, সেই সঙ্গে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন চুটিয়ে কাজ করছেন যীশু। কিন্তু জানেন কী এই অভিনেতার মেয়ে সারা সেনগুপ্ত (Sara Sengupta) এখন কতটা সুন্দরী? সৌন্দর্যের সে এখন টলিউড অভিনেত্রীদেরকেও টেক্কা দেবে।
যীশু সেনগুপ্ত ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিক এর মেয়ে নীলাঞ্জনার সঙ্গে। বেশ কিছুদিন সম্পর্কে জড়িয়ে থাকার পর ২০০৪ সালে এই জুটি জোট বেঁধেছিল। এরপর নীলাঞ্জনার সঙ্গে জোট বেঁধে তিনি কাজ করেছিলেন ‘অপরাজিত’ ধারাবাহিকেও। তবে তারপর অবশ্য সংসারকে সময় দেবেন বলে ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেন নীলাঞ্জনা।
এরপর যীশু আর নীলাঞ্জনার সারা এবং জারা নামের তাদের দুই কন্যা সন্তানের জন্ম হয়। যীশু-নীলাঞ্জনা বড় মেয়ে সারা সেনগুপ্ত ইতিমধ্যেই অভিনয়ের দুনিয়াতে পা রেখেছেন। সৃজিত মুখার্জ্জী পরিচালিত ‘উমা’তে নাম ভূমিকায় অভিনয় করেছিল ছোট্ট সারা সেনগুপ্ত। তবে প্রথমে বাবা-মা চাননি যে মেয়ে অভিনয় করুক।বাবা-মা প্রথমে রাজি হননি। তবে চিত্রনাট্য পড়ে বেশ পছন্দই হয়েছিল সারার। তাই তিনি রাজি হয়েছিলেন।
শুটিং করতে প্রথমটায় বেশ নার্ভাস লাগছিল তার। তবে অভিনয় তার রক্তে। তাই অসুবিধে কেটে গিয়েছিল সহজেই। যেখানে সারার অভিনয় খুর প্রশংসা কুরিয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র ১৩। আর সেই ছবিতেও সারার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন যীশু। এদিকে এই ছবিতেই একটি ছোট্ট ভূমিকা ছিল তাদের ছোট কন্যা জারা সেনগুপ্ত।
যদিও এরপর আর সারাকে অভিনয় জগতে দেখা যায়নি। নিজের পড়াশোনার দিকেই মন দিয়েছিল সারা। তার প্রিয় সাবজেক্ট ফিজিক্স। বাস্কেটবল আর রং তুলিতেও তার ভালোবাসা রয়েছে। তার ইচ্ছা যদি সে পড়াশোনা নিয়েই এগিয়ে যায়, তাহলে সিনেমা আর স্পোর্টস নিয়ে বই লিখবে। আর যদি অভিনয় নিয়ে এগোয়, তাহলে তার ছবির মধ্যে থাকবে সায়েন্স আর স্পোর্টস।
আরও পড়ুন : দেব-শুভশ্রী থেকে রচনা, আরবানায় তারকাদের ফ্ল্যাটের দাম জানলে আকাশ থেকে পড়বেন
এখন সারা ১৮ বছরের যুবতী। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই তার অনুরাগীর সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার। সেখানেই জীবনের দৈনন্দিন খুঁটিনাটি শেয়ার করে নেন সারা।আর বাবা মেয়ের অফস্ক্রীন সম্পর্কের রসায়ন অর্থাৎ পরিবারের নানান সময়ের ছবি স্যোশাল মডিয়ায় ভাগ করে নেন তারা। সেরকমই বাবা মায়ের মতই এই বয়সে সারাও কমিউনিটি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটির সঙ্গেও যুক্ত রয়েছেন। পথ পশু যারা খেতে পায় না, এমনকি যারা অসুস্থ- তাদের নিয়ে কাজ করেন সারা।
আরও পড়ুন : অপরাধের আঁতুরঘর টলিউড! ফাঁস হল টলিউড তারকাদের কোটি কোটি টাকার দুর্নীতির কেচ্ছা